AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জরিমানার কবলে নীতীশ রানা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:২৪ পিএম, ৯ মে, ২০২৩
জরিমানার কবলে নীতীশ রানা

রুদ্ধশ্বাস ম্য়াচে শেষ ওভারে জিতেছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে জয়ের ফলে প্রথম পর্বে হারের বদলা নেওয়া গিয়েছে। ঘরের মাঠে ম্য়াচটা জিতে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে কেকেআর। এই ভালো একটা ম্যাচের পর খারাপ খবর এল নীতীশ রানার জন্য। বড়সড় জরিমানার কবলে পড়লেন তিনি।


পাঞ্জাবের বিরুদ্ধে ম্য়াচে নীতীশ রানা ও আন্দ্রে রাসেল দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান। রানা ৩৮ বলে ৫১ রানের ইনিংস খেলেন। অন্যদিকে রাসেল ২৩ বলে ৪২ রান করেন। বল হাতেও নীতিশ রানা এক ওভার বল করে এক উইকেট নেন। ম্যাচটা ৫ উইকেটে জেতার দিনে সব ভালো গেল না।

 

গত ম্যাচে স্লোওভার রেটের জন্য জরিমানা করা হল নীতীশকে। ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে তাঁর। চলতি মরশুমে যেহেতু এটা তাঁর প্রথমবার ভুল তাই তাঁকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এরপর আবার একই ভুল হলে সেটা ২৪ লাখ হবে। ইতিমধ্যেই বিরাট কোহলি, রোহিত শর্মারা এই ভুল করে জরিমানা দিয়েছেন। বিরাট কোহলি দুবার স্লো ওভার রেটের জন্য জরিমানার কবলে পড়েছেন। এবার এই তালিকায় নীতীশ রানার নামও ঢুকে গেল।

 

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস ৭ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে। শিখর ধাওয়ান একমাত্র বড় রান পান। তিনি ৫৭ রান করেন। সঙ্গে তিনি IPL-এ নিজের ৫০তম হাফসেঞ্চুরি করলেন। জিতেশ শর্মা ২১ রান করেন। শেষ শাহরুখ খান ও হরপ্রীত ব্রারের জুটি তৈরি না হলে আরও কম রানে আটকে যেতে হত পঞ্জাবকে। KKR-এর হয়ে তিনটে উইকেট নেন বরুণ চক্রবর্তী। গত ম্যাচের মত এই ম্য়াচও জ্বলে ওঠেন তিনি। একটি করে উইকেট নেন সূয়শ শর্মা ও নীতীশ রানা। দুটি উইকেট নেন হর্ষিত রানা।


রান তাড়া করতে নেমে ভালো শুরু পায় নাইটরা। রহমানুল্লা গুরবাজ ১৫ রান করলেও জেসন রয় ভরসা জোগান। তিনি ৩৮ রান রেন। এরপর নীতীশ রানা ম্য়াচের হাল ধরেন। ভেঙ্কটেশ আইয়ার মাত্র ১১ রান করলেও শেষে রাসেল ও রিঙ্কু সিং খেলা শেষ করেন। রাসেল ২৩ বলে ৪২ রান করেন। আর রিঙ্কু সিং ১০ বলে করেন ২১ রান। নাইটদের পরবর্তী ম্যাচ ১১ তারিখ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ইডেনে।

একুশে সংবাদ.কম/সম 

Link copied!