বেগুনি টুপির দৌড়ের ছবিটা কেমন। পার্পল ক্যাপের দৌড়ে ৩৪ বছর বয়সি পীযূষ চাওলা ২১ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে পৌঁছেছেন। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাত্র ১ উইকেট পান তিনি।
চাওলা ছাড়াও যুদ্বেন্দ্র চাহাল এবং তুষার দেশপান্ডেরও ২১টি উইকেট নিয়েছেন। কিন্তু মুম্বাই এর এই বোলারের ইকোনমি রেট ভালো থাকায় তিনি সকলের থেকে এগিয়ে রয়েছেন।
অন্যদিকে, লখনউ বনাম মুম্বাই এলিমিনেটর ম্যাচে চার উইকেট নেওয়া নবীন-উল-হক ১১ উইকেট নিয়ে ২৬তম স্থানে রয়েছেন। আকাশ মাধওয়ালের কথা বলতে গেলে, তিনি ইতিমধ্যেই এই মৌসুমে ১৩টি উইকেট নিয়েছেন এবং এলএসজির বিরুদ্ধে নিজের পাঞ্জা খুলেছেন। আকাশ সোজা ১৮ তম অবস্থানে পৌঁছেছেন।
বলে দেওয়া যাক গুজরাট টাইটানসের মহম্মদ শামি এই তালিকার শীর্ষে রয়েছেন, বর্তমানে তাকে জিটির অন্য ফাস্ট বোলার রশিদ খানের সঙ্গে প্রতিযোগিতা করছেন। দুজনের মধ্যে মাত্র ১ টি উইকেটের ব্যবধান রয়েছে।
আইপিএল ২০২৩-এ সর্বোচ্চ উইকেট শিকারির নাম-
মহম্মদ শামি- ২৬ উইকেট
রশিদ খান- ২৫ উইকেট
পীযূষ চাওলা- ২১ উইকেট
যুজবেন্দ্র চাহাল- ২১ উইকেট
তুষার দেশপান্ডে- ২১ উইকেট
একুশে সংবাদ.কম/সম
আপনার মতামত লিখুন :