বিশ্বের তৃতীয় বোলার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫শ উইকেট শিকারের নজির গড়লেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারাইন।
চলমান ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগ ভাইটালিটি ব্লাস্টে গ্লামোরগনের বিপক্ষে সারের হয়ে ৪ ওভারে ৩৪ রানে ১ উইকেট নিয়ে ৫শ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন নারাইন। ৪৬০তম ম্যাচে ৫শ উইকেট নিয়েছেন নারাইন।
নারাইনের আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫শ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার ডোয়াইন ব্রাভো ও আফগানিস্তানের স্পিনার রশিদ খান। ৫৫৮ ম্যাচে ব্রাভো ৬১৫ ও ৪০৮ ম্যাচে ৫৫৫ উইকেট নিয়েছেন রশিদ।
স্বীকৃত টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরমেন্সে থাকলেও ওয়েস্ট ইন্ডিজের হয়ে খুব বেশি ভালো করতে পারেননি নারাইন। ৫১ টি-টোয়েন্টিতে ৫২ উইকেট আছে তার। ২০১৯ সালে দেশের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন ৩৫ বছর বয়সী নারাইন।
একুশে সংবাদ.কম/সম
আপনার মতামত লিখুন :