AB Bank
ঢাকা বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জিমি এখন একাই ১১০০!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৫২ পিএম, ১৯ জুন, ২০২৩
জিমি এখন একাই ১১০০!

জেমস অ্যান্ডারসন সর্বকালের অন্যতম সেরা বোলার হিসেবে বহু আগেই নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। তাঁর নতুন করে আর কোনও ভূমিকার প্রয়োজন নেই। চলতি অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে আরও একটি অনন্য মাইলস্টোন তৈরি করলেন।

 

রবিবার ম্য়াচের প্রথম সেশনে অ্যালেক্স ক্যারেকে বোল্ড করার সঙ্গেই ‍‍`কিং অফ সুইং‍‍`-এর ঝুলিতে চলে আসে ১১০০ তম প্রথম শ্রেণির উইকেট। প্রথম দু‍‍`দিনে উইকেটের দেখা না পাওয়া অ্যান্ডারসন তৃতীয় দিনে পেলেন উইকেটের দেখা। অ্যালেক্সকে ফেরানোর সঙ্গেই উসমান খোয়াজার সঙ্গে তাঁর সেঞ্চুরি পার্টনারশিপও ভেঙে দেন অ্যান্ডারসন। যদিও এদিন অ্যালেক্স তৃতীয় দিনের শুরুতেই অ্যান্ডারসনের বলে ক্যাচ দিয়েছিলেন। কিন্তু জনি বেয়ারস্টো তা তালুবন্দি করতে পারেননি।


অজিদের প্রথম ইনিংসের ৯৯ নম্বর ওভারের ঘটনা। অ্যান্ডারসনের চতুর্থ বলটি ছিল অসাধারণ এক ইনসুইং ডেলিভারি। অ্যালেক্সের কিছু করার ছিল না। ওই বলে উইকেট লেখাই ছিল। ইংল্যান্ড জো রুটের (অপরাজিত ১১৮) সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে আট উইকেটে ৩৯৩ রান করে ডিক্লেয়ার করে। জবাবে অজিদের প্রথম ইনিংস শেষ হয় ৩৮৬ রানে। উসমান খোয়াজা খেলেন অনবদ্য ১৪১ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ২ উইকেটে ২৮ রান হারায়। ১০.৩ ওভারের পরেই খেলা বন্ধ হয়ে বৃষ্টির জন্য়। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত খেলা শুরু হয়নি। ৩৫ রানে এগিয়ে ব্রিটিশরা।

 

অ্যান্ডারসন বুঝিয়ে দিলেন যে, বয়স শুধুই সংখ্যা মাত্র। চল্লিশ বছরেও ছুটছে ‍‍`দ্য বার্নলে এক্সপ্রেস‍‍`। তিনি মাঠে নামলেই পরিসংখ্যানবিদরা খাতা-কলম নিয়ে তৈরি হয়ে যান। কারণ অ্যান্ডারসন ও রেকর্ড এখন সমার্থক।

একুশে সংবাদ/স ক

Link copied!