AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ড্র শেষে উইম্বলডনের লাইনআপ যেমন হলো


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:৩০ পিএম, ২ জুলাই, ২০২৩
ড্র শেষে উইম্বলডনের লাইনআপ যেমন হলো

আর্জেন্টাইন পেড্রো কাচিনের বিপক্ষে ম্যাচ দিয়ে নোভাক জকোভিচ অষ্টম উইম্বলডন শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে কোর্টে নামবেন। সব কিছু ঠিক থাকলে কোয়ার্টার ফাইনালে সার্বিয়ান এই তারকার সঙ্গে গত বছরের ফাইনালের প্রতিপক্ষ নিক কিরগিওসের দেখা হতে পারে।

 

কিরগিওস যদি শেষ আটে খেলতে ব্যর্থ হন তবে জকোভিচের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে দেখা যেতে পারে আন্দ্রে রুবলেভ অথবা ফেলিক্স অকার আলিয়াসিমের মধ্যে যেকোন একজনকে।


কোয়ার্টারের বাঁধা পেরুতে পারলে সেমিফাইনালে ইয়ানিক সিনার আর ক্যাসপার রুডের যেকোনো একজনকে প্রতিপক্ষ হিসেবে পেতে পারেন জকোভিচ। গত মাসের শুরুতে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ক্যাসপার রুডকে পরাজিত করে রেকর্ড ২৩তম গ্র্যান্ড স্ল্যামের জয়ের কৃতিত্ব দেখিয়েছেন তিনি।


উইম্বলডনের শীর্ষ বাছাই ও বিশ্বের এক নম্বর খেলোয়াড় কার্লোস আলকারাজ এর আগে দুই আসরে চতুর্থ রাউন্ড থেকেই বাড়ি ফিরে গেছেন। কিন্তু গত সপ্তাহে কুইন্স ক্লাবের শিরোপা জয়ের মাধ্যমে ঘাসের কোর্টের নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।


ফ্রেঞ্চম্যান জেরেমি চার্ডির বিরুদ্ধে ম্যাচ দিয়ে আলকারাজ এবারের উইম্বলডন আসর শুরু করতে যাচ্ছেন। কিন্তু টুর্নামেন্টের পরের রাউন্ডগুলোতে তাকে কঠিন প্রতিপক্ষের মোকাবেলা করতে হবে।


চতুর্থ রাউন্ডে আলকারাজের সঙ্গে কুইন্সের ফাইনালের প্রতিপক্ষ অ্যালেক্স ডি মিনায়ারে দেখা হয়ে যেতে পারের। কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে প্রতিপক্ষ হিসেবে দেখা যেতে পারে বিশ্বের ছয় নম্বর খেলোয়াড় ড্যানিশ হলগার রুনেকে।


পঞ্চম বাছাই স্টিফানোস সিতসিপাস প্রথম রাউন্ডে সাবেক ইউএস ওপেন চ্যাম্পিয়ন ডোমিনিক থিয়েমের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবেন। প্রথম রাউন্ডে বিজয়ীর দ্বিতীয় রাউন্ডে দুইবারের চ্যাম্পিয়ন এন্ডি মারে ও ওয়াইল্ড কার্ড পাওয়া রায়ান পেনিসটনের মধ্যকার বিজয়ীর মোকাবেলা করতে হবে।


মৌসুমের তৃতীয় এই গ্র্যান্ড স্ল্যাম আগামী ৩ জুলাই থেকে শুরু হবে।

 

একুশে সংবাদ/স ক 

Link copied!