AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্টোকস ও ম্যাককালামকে আয়না দেখালেন টাফেল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:২২ পিএম, ৬ জুলাই, ২০২৩
স্টোকস ও ম্যাককালামকে আয়না দেখালেন টাফেল

লর্ডসে সদ্য সমাপ্ত টেস্টে জনি বেয়ারস্টোর বিতর্কিত স্টাম্পিং নিয়ে সমালোচনা করেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেল প্রাক্তন আম্পায়ার সাইমন টাফেল। ‘ভণ্ডামি এবং ধারাবাহিকতার অভাব’ নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।


টাফেল বলেছেন যে যখন কেউ নিয়েমর মধ্যেই আউট হয়ে থাকেন এবং সেটি তাঁর পছন্দ হয় না, তখন সেই খেলোয়াড় ‘স্পোর্টসম্যানশিপ’ নিয়ে কথা বলেন। দ্বিতীয় অ্যাশেজ টেস্টে বেয়ারস্টোর বিতর্কিত স্টাম্পিংয়ের পরে, ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালাম এবং অধিনায়ক বেন স্টোকসের মতো লোকেরা বলেছিলেন যে এটি খেলার স্পোর্টসম্যানশিপকে নষ্ট করে।


টাফেল ‘লিংকডিন’-এ একটি দীর্ঘ পোস্টে লিখেছেন, ‘’আমার অভিজ্ঞতা হল যে যখন লোকেরা ক্রিকেটের আইনের অধীনে আউট হয়েও সেটিকে পছন্দ করে না, তখন তারা তাদের দৃষ্টিভঙ্গি সমর্থন করার জন্য খেলার স্পোর্টসম্যানশিপের কথা বলেন।’ তিনি লিখেছেন, ‘লর্ডসে জনি বেয়ারস্টোর আউট কি খেলাধুলার চেতনার লঙ্ঘন করেছিল? আপনি কি কখনও একজন আম্পায়ারকে ফিল্ডিং দলকে বলতে দেখেছেন যে উইকেটকিপারের পিছনে দাঁড়িয়ে স্টাম্পিং করার চেষ্টা করা অনুমোদিত নয়।’

 

টাফেল এখানে মার্নাস ল্যাবুশানের প্রসঙ্গও তুলে ধরেছেন। তাঁর মতে মার্নাসকে তো একই ভাবে বেয়ারস্টো আউট করতে চেয়েছিলেন। তাহলে তখন সেটা কী ছিল। তিনি বলেছেন, ‘কেউ কি অভিযোগ করেছিল যখন বেয়ারস্টো প্রথম ইনিংসে মার্নাসকে (মার্নাস ল্যাবুশান) আউট করার চেষ্টা করেছিলেন? জনি বেয়ারস্টো তাঁর আউট সম্পর্কে কি বললেন? বেশ তাহলে তিনি চুপ রইলেন কেন?’ বেয়ারস্টোর আউটের পর ম্যাচের বাকি সময়ে দর্শকদের খারাপ আচরণের মুখে পড়তে হয় অস্ট্রেলিয়াকে। দর্শকরা সফরকারী দলকে গালি দেয় এবং ‘একই পুরনো অজি, সবসময় প্রতারক’ স্লোগান শুনতে হয়।


উভয় দেশের প্রধানমন্ত্রী ছাড়াও একাধিক প্রাক্তন ও বর্তমান ক্রীড়াবিদ এ বিষয়ে তাদের মতামত দিয়েছেন। টাফেল লিখেছেন, ‘কিছু ব্যক্তি এবং গোষ্ঠীর দ্বারা দেখানো ভণ্ডামি এবং ধারাবাহিকতার অভাব আমাদের খেলাধুলার ভবিষ্যতের জন্য বেশ উদ্বেগজনক। হয়তো এখানে এই মনোভাব সঙ্গে আমি একাই কথা বলছি।’

 

লর্ডসে সদ্য সমাপ্ত টেস্টে বিতর্কিতভাবে স্টাম্পড হয়েছিলেন জনি বেয়ারস্টো। এই বিষয়ে কিছু মানুষের নানা প্রশ্নের জবাব এভাবেই দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এলিট প্যানেলের প্রাক্তন আম্পায়ার সাইমন টাফেল। টাফেলের কথায় হয়তো বেন স্টোকস ও ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালাম আয়না দেখতে পাবেন। কোনটা ঠিক, কোনটা ভুল তার ধারণা করতে পারবেন ক্রিকেট ভক্তেরাও।

 

একুশে সংবাদ/স ক 

Link copied!