AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেনফিকায় ফিরলেন ডি মারিয়া


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:০৯ পিএম, ৬ জুলাই, ২০২৩
বেনফিকায় ফিরলেন ডি মারিয়া

দ্বিতীয় মেয়াদে আবারো বেনফিকায় ফিরে এসেছেন আর্জেন্টাইন তারকা এ্যাঞ্জেল ডি মারিয়া। পর্তুগীজ জায়ান্ট ক্লাব এই তথ্য নিশ্চিত করেছে।

 

বিশ্বকাপ জয়ী ৩৫ বছর বয়সী ডি মারিয়া গত মাসে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফ্রি এজেন্ট হিসেবে জুভেন্টাস ছেড়েছিলেন। ট্রান্সফার মার্কেটে গুঞ্জন ছিল সৌদি আরবের পেশাদার লিগ হয়তোবা তার পরবর্তী ঠিকানা হতে যাচ্ছে। এমনকি লিওনেল মেসির বর্তমান ক্লাব ইন্টার মিয়ামি থেকেও ডি মারিয়ার সাথে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু সাত বছর পিএসজিতে কাটিয়ে মাত্র এক মৌসুম জুভেন্টাসে থেকে বেনফিকার পক্ষে স্বাক্ষর করতে সম্মত হয়েছে আর্জেন্টাইন এই অভিজ্ঞ তারকা। জুভেন্টাসের হয়ে এক মৌসুমে কোন শিরোপা জিততে পারেননি। এক বছরের চুক্তি শেষে তাই ইতালিয়ান জায়ান্টদের ছাড়াটা সময়ের ব্যপার হয়ে দাঁড়িয়েছিল।

 

চুক্তির বিস্তারিত কিছু না জানিয়ে এক বিবৃবিতে বেনফিকা লিখেছে, ‘এ্যাঞ্জেল ডি মারিয়া বেনফিকার সাথে চুক্তিতে স্বাক্ষর করেছেন। কোচ রজার শিমিডিটের অধীনে এর মাধ্যমে দলে আরো একটি নতুন অধ্যায় যুক্ত হলো।’

 

লিসবনের এই ক্লাবটিতে এর আগে ২০০৭-১০ সাল পর্যন্ত খেলেছেন ডি মারিয়া। এরপর প্যারিসে যাবার আগে পাঁচ মৌসুম রিয়াল মাদ্রিদ ও এক মৌসুম কাটিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে।  

 

আর্জেন্টিনার ক্লাব রোজারিও সেন্ট্রাল থেকে ইউরোপের ফুটবলে পা রেখেছেন ডি মারিয়া। অনেকের চোখেই এই ক্লাব তাঁর ‘শেকড়’। কিন্তু ইউরোপে ডি মারিয়া নিজের জাত চিনিয়েছেন বেনফিকার হয়ে। তখন আর্জেন্টিনার প্রয়াত কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনা স্বয়ং তাকে ‘আর্জেন্টিনার পরবর্তী সুপারস্টার’ আখ্যা দিয়েছিলেন।

 

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সৌদি আরবের ঘরোয়া ফুটবল থেকেও ডি মারিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে কোন ক্লাব তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। ডি মারিয়া বেনফিকাকে বেছে নেওয়ায় ইউরোপিয়ান ক্লাব ক্যারিয়ারে তার চক্র পূরণ হলো। যেখান থেকে ইউরোপিয়ান অধ্যায় শুরু করেছিলেন ক্যারিয়ারের শেষবেলায় ফিরলেন সেখানেই।

 

একুশে সংবাদ/স ক 

Link copied!