গতকাল অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়ে অধিনায়ক হিসেবে বাংলাদেশের সাকিব আল হাসান ও পাকিস্তানের ওয়াকার ইউনিসের পাশে নিজের নাম লিখলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।
গেল বছর এপ্রিলে ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক হন স্টোকস। তার নেতৃত্বে এখন পর্যন্ত ১৭ টেস্টে ১২টিতে জয় ও ৫টিতে হেরেছে ইংল্যান্ড। নেতৃত্ব দেয়া স্টোকসের ১৭ টেস্টের সবগুলোতেই ফলাফল হয়েছে। কোন টেস্ট ড্র বা টাই হয়নি।
স্টোকসের মত সাকিব ও ওয়াকারের অধিনায়কত্বে প্রথম ১৭ টেস্টের সবগুলোতেই ফলাফল হয়েছিলো। কোন ড্র বা টাই হয়নি। তবে স্টোকসের চেয়ে জয়ের দিক দিয়ে পিছিয়ে সাকিব ও ওয়াকার।
অধিনায়ক হিসেবে প্রথম ১৭ টেস্টে সাকিব ৩টিতে জয়ী হয়েছেন, ১৪টিতে হেরে যান।
আর অধিনায়ক হিসেবে প্রথম ১৭ টেস্টে ওয়াকার ১০টিতে জয় ও ৭টিতে হেরে যান। পাকিস্তানকে সর্বমোট ১৭ টেস্টে নেতৃত্ব দিয়েই ক্যারিয়ার শেষ করেন ওয়াকার।
সব মিলিয়ে অধিনায়ক হিসেবে এখন পর্যন্ত ১৯ টেস্টে ৪টিতে জয় ও ১৫টিতে হারের স্বাদ পেয়েছেন সাকিব।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :