আন্দ্রে রাসেলের দুরন্ত হাফসেঞ্চুরির পরেও জেতা হয়নি লস অ্যাঞ্জলেস নাইট রাইডার্সের। মেজর লিগ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচেই মুখ থুবড়ে পড়ে সুনীল নারিনের দল। টেক্সাস সুপার কিংসের দেওয়া ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১২ রানে গুটিয়ে যায় নাইট রাইডার্স। ৬৯ রানে ম্যাচ হারে তারা।
ম্যাচ হারের পর দলের অধিনায়ক সুনীল নারিন স্বাভাবিক ভাবেই ক্ষোভ উগরে দেন দলের ব্যাটারদের উপর। তাঁর দাবি, পাওয়ার প্লে-তে তিনের বেশি উইকেট হারিয়ে ম্যাচ জেতা যায় না। তিনি বলেও দেন, ‘পাওয়ারপ্লেতে যদি তিনের বেশি উইকেট পড়ে যায়, তবে তো দল ব্যাকফুটে থাকবেই। লড়াই কঠিন হয়ে গেলেও, এই ফর্ম্যাটে আগে থেকে কিন্তু কিছুই বলা যায় না। আমরা যদি একটা বড় পার্টনারশিপ পেতাম, তবে অন্য রকম কিছু হতেও পারত।’
ব্যাটারদের পাশাপাশি বোলারদেরও সমালোচনা করতে পিছপা হননি নারিন। তিনি বলেন, ‘আমরা ১৫-২০ রান অতিরিক্ত দিয়েওছি। কাউকে দোষ দেওয়ার জন্য বলছি না।’ তবে আন্দ্রে রাসেলের পারফরম্যান্সে খুশি তিনি। হারের মাঝেও রাসেলের ফর্মে থাকাটা পজিটিভ দিক বলে মনে করছেন নারি। বলেছেন, ‘ও এত বছর ধরে এই ভাবেই খেলে এসেছে। ওর ফর্মে থাকাটা ভালো লক্ষণ। আশা করি, মৌসুমের বাকি সময়েও ও এভাবেই খেলে যাবে।’
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-তে দুই উইকেট হারিয়ে বসেছিল সুপার কিংস। অধিনায়ক ফ্যাফ ডু`প্লেসি গোল্ডেন ডাক করে সাজঘরে ফেরেন। ১৪ বলে ১৭ করে আউট হন লাহিরু মিলানথা। তবে ডেভন কনওয়ে এবং ডেভিড মিলার মিলে দলের হাল ধরেন। তৃতীয় উইকেটে তারা ৭৭ রান যোগ করেন।
৩৭ বলে ৫৫ করেন কনওয়ে। মিলার ৪২ বলে ৬১ রানের দুরন্ত ইনিংস খেলেন। এ ছাড়া মিচেল মিচেল স্যান্টনার ১৪ বলে ২১ রান করেন। শেষ পাতে ৬ বলে অপরাজিত ১৬ রানের দুরন্ত ইনিংস খেলেন ডোয়েন ব্র্যাভো। নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেট হারিে ১৮১ রান করে সুপার কিংস। নাইট রাইডার্সের হয়ে অলি খান, লকি ফার্গুসন ২টি করে উইকেট নিয়েছেন। সুনীল নারিন, অ্যাডাম জাম্পা ১টি করে উইকেট নিয়েছেন।
জবাবে রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে-তেই ৫ উইকেট হারিয়ে বসে থাকে নাইট রাইডার্স। দলের প্রথম ৫ ব্যাটারই দলের ৫৬ রানের মধ্যে সাজঘরে ফিরে যান। ওপেন করতে নেমে মার্টিন গাপ্তিল এবং উন্মুক্ত চাঁদ করেন যথাক্রমে ০ এবং ৪ রান। তিনে নেমে রিলি রসৌ ৪ রান করেন। নীতিশ কুমার করেন ০ রান। জসকরন মালহোত্রা পাঁচে নেমে ১১ বলে ২২ রান করেন। এর পর আন্দ্রে রাসেল ছয়ে নেমে কিছুটা হাল ধরেন। ৩৪ বলে ৫৫ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন তিনি।
কিন্তু তাঁকে সঙ্গ দেওয়ার মতো কেউই ছিলেন না। সুনীল নারিনও নিজে ব্যর্থ হন। ১৩ বলে মাত্র ১৫ করেন। এর পরের ব্যাটাররা তিনের বেশি রান করতে পারেননি। সুপার কিংসের রাস্টি থেরন (২) এবং জেরাল্ড কোয়েটজি (২) মিলে প্রথমে ধস নামান নাইটদের ব্যাটিং অর্ডারে। বাকিটা শেষ করেন মহাম্মদ মহসিন। তিনি একাই ৪ উইকেট নেন। ক্যালভিন স্যাভেজ এবং ডোয়েন ব্র্যাভো মিলে একটি করে উইকেট নিয়েছেন।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :