ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ারটা বেশ ভালোভাবেই শুরু করেছেন তাসকিন আহমেদ। বর্তমানে জিম্বাবুয়ের লিগ জিম আফ্রো টি–১০ এ বুলাওয়ে ব্রেভসের হয়ে মাঠ মাতাচ্ছেন লাল-সবুজের এই প্রতিনিধি। এই আসরে তিন ম্যাচ খেলে তার শিকার ৫ উইকেট। এমনকি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারিও তিনিই।
জিম্বাবুয়ের মাটিতে গড়িয়েছে জিম আফ্রো টি-১০ লিগ। যেখানে বুলাওয়ে ব্রেভসের হয়ে মাঠ মাতাচ্ছেন তাসকিন। এরই মধ্যে তিন ম্যাচ খেলে দুর্দান্ত বোলিং করে ৫ উইকেট শিকার করেছেন তিনি। ফলে আসরের দ্বিতীয় উইকেট শিকারিও ঢাকা এক্সপ্রেস।
টি-১০ লিগে পারফর্ম করা অবস্থাতেই দারুণ সুখবর পেয়েছেন তাসকিন। আসন্ন শ্রীলংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাম্বুলা অরার হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন তিনি। এরই মধ্যে বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন ২৮ বছর বয়সী এ স্পিডস্টার।
আগামী ৩০ জুলাইয়ে পর্দা উঠবে লংকান প্রিমিয়ার লিগের। যা চলবে ২০ আগস্ট পর্যন্ত। এ সময় জাতীয় দলের জার্সিতে তাসকিনের ব্যস্ততা নেই। তবে এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলের বিশেষ ক্যাম্প চলবে। ফলে এলপিএলে খেলার সুযোগ পাবেন কিনা তাসকিন, সেটি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
যদিও বিষয়টি নিয়ে গণমাধ্যমকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস বলেন, ‘তাসকিন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তবে এখনো এনওসি (ছাড়পত্র) দেওয়া হয়নি।’
শুধু লংকান প্রিমিয়ার লিগেই নয়, এর আগে আইপিএল, পিএসএল ও কাউন্টিতে সুযোগ পেয়েও খেলতে পারেননি তাসকিন। কেননা সে সময় জাতীয় দলের জার্সিতে ব্যস্ত ছিলেন এ ক্রিকেটার।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :