AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মেসির সঙ্গে জুটি বাঁধতে মায়ামি আসতে রাজি তারকা ফুটবলার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:২২ পিএম, ২৫ জুলাই, ২০২৩
মেসির সঙ্গে জুটি বাঁধতে মায়ামি আসতে রাজি তারকা ফুটবলার

একখণ্ড বার্সেলোনায় পরিণত হচ্ছে ইন্টার মায়ামি। মেসি, বুস্কেটস ও জর্দি আলবার পর এবার ইন্টার মায়ামি জার্সিতে দেখা যেতে পারে উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজকে। আলোচনায় আছে আন্দ্রেস ইনিয়েস্তার নামও। সুয়ারেজকে কিনতে আরেকটি রোস্টার স্লট কিনেছে ফ্লোরিডার দলটি। মৌসুমে বিদেশি ফুটবলারের কোটা আটজনের হলেও এখন পর্যন্ত ২২ জনকে দলে ভিড়িয়েছে হিরন্স।

 

অর্থের ক্ষতি মেনে নিয়ে ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে প্রস্তুত লুইস সুয়ারেজ। খবর গোলডটকম

 

লিওনেল মেসি যে তাকে হাতছানি দিয়ে ডাকছেন। তিন বছর পর পূনর্মিলন হতে চলেছে দুজনের।এক অর্থে মিনি বার্সার সম্মিলন মায়ামিতে। মেসি, বুস্কেটস, জর্দি আলবারা ইতোমধ্যেই পৌঁছে গেছেন। কোচ হিসেবে পুরনো বার্সা কোচ টাটা মার্টিনোও সেখানে হাজির।


অপেক্ষাটা যে লুইস সুয়ারেজের জন্য। তা আর বলতে। যার প্রথম ধাপ এই ঘোষণা। এমএলএস-এর দলটি আরও একটি রোস্টার স্লট কিনেছে। দেড় লাখ ডলারে। স্যান জোসে আর্থকোয়েক থেকে।

 

রোস্টার স্লট কি? সেই প্রশ্নও একইসঙ্গে আসছে। এমএলএস-এর নিয়ম অনুযায়ী প্রতি দল আটজন করে বিদেশি কিনতে পারে। কিন্তু বর্তমানে ইন্টার মায়ামির বিদেশি সংখ্যা ২২। বাকি ১৪জন তাহলে কিভাবে এলো? রোস্টার স্লট অনুযায়ী। লিগের বাকি দলগুলো যদি তাদের আটজনের কোটা থেকে ছাড় দেয় তাহলেই তা অন্য দল কিনে নিয়ে কাজে লাগাতে পারে। সেই হিসেবে ১৪টা স্লট কিনে বিদেশি বাড়িয়েছে ফ্লোরিডার দলটি।

 

সুয়ারেজের জন্য সংখ্যাটা ১৫ হতে চলেছে। তবে এখানেই শেষ নয়। আন্দ্রেস ইনিয়েস্তার নামও আছে তালিকায়। তখন হবে ১৬।

 

৩৬ বছর বয়সী সুয়ারেজ ব্রাজিলের ক্লাব গ্রেমিও ছেড়ে মেসির সঙ্গ পেতে যেকোন ছাড় দিতে রাজি। এমনকি নিজের এ বছরের বেতন ফিরিয়ে দিতে, চুক্তির বাকি দেড় বছরের অর্থ, ক্লাবের ক্ষতির দায়ও নিতে প্রস্তুত। কোচ রেনাতো গুয়াচোও বিরক্ত সুয়ারেজের উপর। সমস্যা সমাধানের দায়িত্ব দিয়েছেন ক্লাব প্রেসিডেন্টকে।

 

একুশে সংবাদ/স ক  

Link copied!