AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তাসকিনকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিচ্ছে বিসিবি


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৫:২৭ পিএম, ২৬ জুলাই, ২০২৩
তাসকিনকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিচ্ছে বিসিবি

লংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাক পেয়েও টুর্নামেন্টটিতে খেলা হবে না তাসকিন আহমেদ। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে ঝুঁকি এড়াতে তাকে এলপিএলে যেতে দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এজন্য তাকে ক্ষতিপূরণ পাবেন এ স্পিডস্টার।

 

বর্তমানে জিম্বাবুয়ের জিম আফ্রো টি-১০ লিগে ব্যস্ত সময় কাটাচ্ছেন তাসকিন। এরই মধ্যে এলপিএলের ফ্র্যাঞ্চাইজি ডাম্বুলা অরা থেকে ডাক পেয়েছিলেন তিনি। এরপরই বিষয়টি আনুষ্ঠানিকভাবে বিসিবিকে জানিয়েছিলেন। বিশেষ শর্তে তাকে লংকান লিগে পাঠানোর সিদ্ধান্তও নিয়েছিল বিসিবি। কিন্তু সেই প্রস্তাবে রাজি না হওয়ায় লিগটিতে অংশ নিতে পারছেন না ঢাকা এক্সপ্রেস।


তাসকিন ইস্যুতে বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, তাসকিন কিছুটা ইনজুরিপ্রবণ। সে দলের সেরা পেসার। এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে তাকে ফিট চায় টিম ম্যানেজমেন্ট। সেজন্য তাকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না।

 

লংকান লিগ খেলতে যেতে না পারা তাসকিনকে ক্ষতিপূরণ দেবে বিসিবি। গণমাধ্যমকে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে যে, এলপিএলে না গেলে তাসকিন আর্থিকভাবে ক্ষতির শিকার হবে। সেজন্য বিসিবি তাকে ক্ষতিপূরণ দেবে। লংকান লিগে খেললে তাসকিন প্রায় ৭০ লাখ টাকার মতো পেতেন বলে জানা গেছে। বিসিবি তাকে কত টাকা ক্ষতিপূরণ দেবে তা জানা যায়নি।

 

শুধু লংকান প্রিমিয়ার লিগেই নয়, এর আগে আইপিএল ও পিএসএলে খেলার সুযোগ পেয়েছিলেন তাসকিন। কিন্তু জাতীয় দলের ব্যস্ততা থাকায় টুর্নামেন্টগুলোতে খেলতে পারেননি এ তারকা পেসার।


অবশ্য তাসকিন না যেতে পারলেও  এলপিএলে খেলবেন সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়। তবে ডাক পেলেও ছাড়পত্রের জন্য এখনো আবেদন করেননি পেসার শরিফুল ইসলাম।

 

একুশে সংবাদ/স ক  

Shwapno
Link copied!