ভারতীয় ক্রিকেটার থেকে সোশ্যাল মিডিয়ায় এখন শুধুই ভারতীয় হলেন ভুবনেশ্বর কুমার। এতদিন যে খেলাটাই ছিল তাঁর পরিচয়, হঠাৎ করে তার প্রতি বিমুখ হলেন কেন ভুবি, তা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটমহলে জোর আলোচনা, তবে কি হতাশায় খেলা ছাড়ছেন টিম ইন্ডিয়ার তারকা পেসার?
৩৩ বছরের ভুবনেশ্বর এখনও ভারতের অন্যতম সেরা সুইং বোলার। দেশের হয়ে ২১টি টেস্ট, ১২১টি ওয়ান ডে ও ৮৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট নিয়েছেন সাকুল্যে ২৯৪টি। ভুবির ব্যাটের হাতও নিতান্ত মন্দ নয়। আন্তর্জাতিক ক্রিকেটে ৪টি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর।
যদিও বেশ কিছুদিন জাতীয় দলের বাইরে রয়েছেন ভুবনেশ্বর। তিনি শেষবার টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামেন ২০২২ সালের নভেম্বরে। নেপিয়ারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচটিই ছিল এখনও পর্যন্ত তাঁর কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। ভুবি শেষবার জাতীয় দলের হয়ে ওয়ান ডে খেলেন ২০২২ সালের জানুয়ারিতে।
সুতরাং, দীর্ঘ ৯ মাস ভারতীয় দলের বাইরে রয়েছেন ভুবনেশ্বর কুমার। মাঝে বেশ কিছু আন্তর্জাতিক সিরিজে ভুবির নাম বিবেচনা করেননি জাতীয় নির্বাচকরা। এই অবস্থায় ভুবনেশ্বর কুমার সোশ্যাল মিডিয়ায় এমন এক কাজ করে বসেন, যা তাঁর অবসরের ইঙ্গিত বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। ভুবি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ডের বিবরণী থেকে ক্রিকেটার শব্দটিকে বাদ দিয়ে দেন। আগে তাঁর নামের পাশে জ্বলজ্বল করত ইন্ডিয়ান ক্রিকেটার শব্দ দু`টি। এখন সেখানে লেখা রয়েছে শুধুই ইন্ডিয়ান।
জাতীয় নির্বাচকদের কাছ থেকে ক্রমাগত উপেক্ষিত হয়ে নিজের হতাশা থেকেই ভুবি এমন কাজ করেছেন কিনা, তা বলা মুশকিল। তবে এমন গুঞ্জন শোনা যাচ্ছে যে, বিশ্বকাপের আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বুটজোড়া তুলে রাখতে পারেন ভুবনেশ্বর। এও শোনা যাচ্ছে যে, একা ভুবিই নন, সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসর নিতে পারেন রবিচন্দ্রন অশ্বিনও।
অশ্বিন টেস্ট ক্রিকেটে এখনও বেশ কিছুদিন বিচরণ করবেন, এই বিষয়ে সংশয় নেই কারও মনে। তবে ভুবনেশ্বর কুমার টেস্টের আঙিনা থেকে দূরে সরে গিয়েছেন বিস্তর। ভুবি শেষবার টেস্টে মাঠে নামেন ২০১৮ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সুতরাং, দীর্ঘ পাঁচ বছর টেস্ট ক্রিকেটে মাঠে নামেননি ভারতের সুইং কিং।
নেটিজেনরা অবশ্য এমন ইঙ্গিত পাওয়ার পরেই ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের উপরে। তাঁদের ধারণা, ভারতীয় ক্রিকেটের আরও একজন একনিষ্ঠ সেবক যথাযথ ফেয়ারওয়েল ছাড়াই বিদায় নিতে চলেছেন।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :