AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন অ্যালেক্স


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:২৪ পিএম, ৪ আগস্ট, ২০২৩
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন অ্যালেক্স

৩৪ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন ইংল্যান্ড ওপেনার অ্যালেক্স হেলস। গত বছরের নভেম্বরে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষের ম্যাচে তিনি সর্বশেষ খেলেছিলেন। গত ৯ মাস ধরে দলে তার অবস্থান নিয়ে আলোচনা চলছিল, তবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রায় নিয়মিতই দেখা গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা এই মারকুটে ব্যাটারকে।

 

২০১১ সালে ভারতের বিপক্ষে টি-২০ অভিষেক হয় হেলসের। এর ঠিক তিন বছর পর অর্থ্যাৎ ২০১৪ সালে একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। পরের বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক তার। দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ারকে এবার বিদায় বললেন তিনি।

 

জাতীয় দল থেকে অবসরের ঘোষণায় এক প্রতিক্রিয়ায় হেলস বলেন, ‘ইংল্যান্ডের হয়ে টি-২০ বিশ্বকাপ জয়ী হিসেবে আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানাটাই নিখুঁত ফিনিশিং।‍‍`

 

টেস্ট ক্যারিয়ারে ১১ ম্যাচের ১১ ইনিংস হেলসের সংগ্রহ ৪৩.৮৪ গড়ে ৫৭৩ রান। সে সাথে ৭০টি ওয়ানডে ম্যাচে ৬৭ ইনিংসে ব্যাট করে হেলস করেন ২৪১৯ রান। ৬ টি শতরানের ইনিংস সহ এই ফরম্যাটে তাঁর সর্বোচ্চ ১৭১ রান। আর ৭৫টি টি-২০ ম্যাচে ১ সেঞ্চুরি নিয়ে হেলসের রান ২০৭৪ রান।


এর আগে নিয়মভঙ্গ করার দায়ে ঘরের মাঠে ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ দলে জায়গা হয়নি হেলসের। ওই বছরের মার্চে দেশের হয়ে শেষ ওয়ানডে খেলেন মারকুটে এই ওপেনার। ২০২২ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ড দলের পাকিস্তান সফরে টি-২০ দলে ফিরেন হেলস।  প্রত্যাবর্তনের পর অবসর ঘোষণার আগ পর্যন্ত দেশের হয়ে আরো ১৫টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
 

একুশে সংবাদ/স ক  
 

Link copied!