নারী ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল স্পেন। সুইজারল্যান্ডকে গোলে ভাসিয়ে স্বপ্নের পথে এগিয়ে গেল তারা। প্রথমবারের মতো এমন অর্জন সুইজারল্যান্ড নারী ফুটবল দলের।
শনিবার শেষ ষোলোর ম্যাচটি ৫-১ ব্যবধানে জিতে নিয়েছে স্পেন। অকল্যান্ডের ইডেন পার্কে প্রথমার্ধেই ৪ গোল করে ম্যাচে দাপট প্রতিষ্ঠা করে দলটি। দ্বিতীয়ার্ধে করে আরো এক গোল। সুইজারল্যান্ড যে এক গোল পরিশোধ করেছে, সেটাও স্পেনেরই করা! মানে আত্মঘাতী।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জাপানের বিপক্ষেও গোল উৎসব করেছিল দলটি। ৪-০ গোলের জয় তুলে নিয়েছিল সে ম্যাচে।
এদিন স্পেনের পক্ষে জোড়া গোল করেন আইতানা বনমাতি। একটি করে গোল করেছেন আলবা রেদোন্দো, লাইয়া কোডিনা ও জেনিফার হার্মোসো।
কোয়ার্টার ফাইনালে স্পেন প্রতিপক্ষ কে হবেন। তার জন্য অপেক্ষা করতে হবে আগামী রোববার পর্যন্ত।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :