AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাসেলের টনের্ডোতে শিরোপা স্বপ্ন ভঙ্গ লিটনের


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:১৪ পিএম, ৭ আগস্ট, ২০২৩
রাসেলের টনের্ডোতে শিরোপা স্বপ্ন ভঙ্গ লিটনের

মন্ট্রিল টাইগার্সের ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের টনের্ডো ইনিংসে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের শিরোপার স্বাদ নিতে পারলেন না সারে জাগুয়ার্সের হয়ে খেলতে নামা বাংলাদেশের লিটন দাস।

 

গতরাতে অনুষ্ঠিত ফাইনালে মন্ট্রিল টাইগার্স ৫ উইকেটে হারিয়েছে সারে জাগুয়ার্সকে। ৬ বলে অপরাজিত ২০ রান করেন রাসেল।

 

ব্রাম্পটনে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে সারে জাগুয়ার্স। উদ্বোধনী জুটিতে ৬ ওভারে ৩৫ রান তুলেন সারের দুই ওপেনার পাকিস্তানের মোহাম্মদ হারিস ও ওমানের জতিন্দার সিং। ২২ বলে ২৩ রান করে ফিরেন হারিস। এরপর ক্রিজে আসেন লিটন। এ ম্যাচেও সুবিধা করতে পারেননি তিনি। ১টি বাউন্ডারিতে ১৩ বলে ১২ রান করে আউট হন লিটন।

 

শেষ পর্যন্ত জতিন্দারের ৫৭ বলে ৩টি চারে ৫৬ ও ওমানের আয়ান খানের ১৫ বলে ২৬ রানের সুবাদে ২০ ওভারে ৫ উইকেটে ১৩০ রানের সংগ্রহ পায় সারে। মন্ট্রিলের স্পিনার আয়ান আফজাল খান ২টি উইকেট নেন।

 

জবাবে টপ ও মিডল অর্ডার ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলতে না পারায় ১৫ ওভার শেষে ৪ উইকেটে ৭৮ রান পায় মন্ট্রিল। এমন অবস্থায় ম্যাচ জিততে শেষ ৫ ওভারে ৫৩ রান দরকার পড়ে তাদের। ১৮তম ওভারের শেষ বলে নেপালের দিপেন্দ্র সিং ১৬ রানে আহত অবসর নিলে ক্রিজে আসেন রাসেল।

 

শেষ ২ ওভারে ২৫ রানের দরকারে ১৯তম ওভারে ১২ রান পায় মন্ট্রিল। শেষ ওভারে ১৩ রানের প্রয়োজনে রাসেলের এক ছক্কা প্রথম পাঁচ বলে ১১ রান পেয়ে যায় মন্ট্রিল। শেষ বলে ছক্কা মেরে প্রথমবারের মত মন্ট্রিলকে শিরোপার স্বাদ পাইয়ে দেন  রাসেল। ১টি চার ও ২টি ছক্কায় ৬ বলে অপরাজিত ২০ রান করেন তিনি। ২৯ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন ওয়েস্ট ইন্ডিজের শেরফান রাদারফোর্ড।

 

এবারের আসরে ৮ ম্যাচে ১টি হাফ-সেঞ্চুরিতে ১৫২ রান করলেন লিটন।

 

চ্যাম্পিয়ন মন্ট্রিল টাইগার্সের হয়ে এবারের আসরে ৪ ম্যাচ খেলেছিলেন আরেক বাংলাদেশি সাকিব আল হাসান। ৪ ম্যাচে ব্যাট হাতে ১০২ রান ও ৫ উইকেট নেন সাকিব। এরপর লংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) যোগ দেন সাকিব।

একুশে সংবাদ/স ক   
 

Link copied!