গত জুন মাসে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির সঙ্গে চুক্তি নিয়ে ব্যস্ত সময় পার করছিল মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামি। সে সময় ইএসপিএনের সঙ্গে কথা বলেছিলেন দলটির গোলকিপার নিক মার্সম্যান। এক প্রশ্নের জবাবে ওই গোলরক্ষক মেসির মায়ামিতে যাওয়ার প্রসঙ্গে বলেন।
মার্সম্যান অবশ্য মেসির নিয়ে খারাপ তেমন কিছু বলেননি। শুধু বলেছিলেন, মেসির মতো একজন মহাতারকাকে দলে ভেড়ানোর মতো অবকাঠামো ইন্টার মায়ামির এখনও নেই। এটাকে হয়তো ভালোভাবে নিতে পারেনি মায়ামি কর্তৃপক্ষ। আর না হলে এমন কথা বলার মাসখানেকের মধ্যে মার্সম্যানের সঙ্গে চুক্তি বাতিল করে তারা।
ইএসপিএনকে দেয়া মার্সম্যান যে কথাগুলো ছিল এমন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি এই ক্লাব এখনো মেসির আগমনের জন্য প্রস্তুত নয়। আমাদের স্টেডিয়াম অস্থায়ী, মানুষ মাঠে চলে আসে। কোনো ফটক নেই। আমরা নিরাপত্তা ছাড়াই স্টেডিয়াম থেকে বের হই। আমি মনে করি তারা (মায়ামি) এখনো প্রস্তুত নয়। কিন্তু আমরা আশা করছি, সে আসবে।’
৩২ বছর বয়সী ডাচ গোলকিপার মার্সম্যান মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে নাম লিখিয়েছিলেন ২০২১ সালে। ফেইনুর্ড থেকে মায়ামিতে নাম লেখানোর পর যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৯টি ম্যাচ খেলেছেন মার্সম্যান।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :