আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দা মায়োতে খেলার আমন্ত্রণ পেয়েছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগের মাঝপথে সে যাত্রায় চেষ্টা করেও যেতে পারেননি তিনি। তবে ফের আর্জেন্টিনা থেকে আমন্ত্রণ পেয়ে সেখানে যাওয়ার কথা ভাবছেন এই মিডফিল্ডার।
এরই মধ্যে আর্জেন্টিনা থেকে ক্লাব সংশ্লিষ্ট একজন জামালের সেখানে খেলা অনেকটা নিশ্চিত বলে টুইট করেছেন। এমনকি আগামী ২৭ আগস্ট জার্মিনালের বিপক্ষে প্রথম ম্যাচে জামাল মাঠে নামতে পারেন বলে ধারণাও দেওয়া হয়েছে।
সেখানে এমনও বলা হয়েছে, জামাল এখন আর্জেন্টিনার পথে। এদিকে এখন দেশে নেই বাংলাদেশ অধিনায়ক। তার সঙ্গে যোগাযোগ করলেও পুরো বিষয়টি উড়িয়ে দেননি। তবে পথ অনেক কঠিন বলে জানিয়েছেন দেশের অন্যতম সেরা এ খেলোয়াড়।
দেশের এক গণমাধ্যমকে জামাল বলেছেন, ‘আসলে আমি আর্জেন্টিনার ক্লাব থেকে এমনি প্রদর্শনী ম্যাচ খেলার জন্য আমন্ত্রণ পেয়েছি। আরো দুজন বন্ধু আমন্ত্রণ পেয়েছে। তবে আমি সেখানে এখনও যাইনি। এই মুহূর্তে হল্যান্ডে আছি।’
তিনি আরো বলেন, ‘সোল দা মায়োতে খেলা কঠিনই বলবো। আমি খেলতে পারবো কিনা জানি না। আগামী মাসে দেশে আসবো। তারপর সিদ্ধান্ত নেবো কী করবো।’
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :