লিগ ওয়ানের উদ্বোধনী ম্যাচে নিস ও লিলির মধ্যে কাউকেই পয়েন্ট খোয়াতে হয়নি। বুধবার অনুষ্ঠিত ম্যাচে ১-১ গোলে ড্র করেছে ফরাসি ক্লাব দুটি।
২০২৩/২৪ মৌসুমের সূচনায় প্রথম গোল করে এই আসরের ছোট্ট একটি মাইলফলক অর্জন করেছেন গেটান লেবোর্দে। ম্যাচের ১৯তম মিনিটে পোস্টের একেবারে সামনে থেকে গোল করেন নিসের ওই ফরোয়ার্ড।
এতে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় দক্ষিণ কোস্টের ক্লাবটির হাতে। এর পাশাপাশি দারুণ এক সূচনা পান নতুন কোচ ফ্রান্সেস্কো ফ্যারিওলি। এক বছরের মাঝে তৃতীয় কোচ হিসেবে ক্লাবটির দায়িত্বে এসেছেন তিনি।
তবে তাদের ওই নিখুঁত সুচনা মাটি হয়ে যায় অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে। ইনজুরি টাইমে বাফোদে দিয়াকিতের গোলে সমতায় ফিরে আসে সফরকারী লিলি। ফলে পয়েন্ট ভাগাভাগি করতে হয় প্রতিদ্বন্দ্বী ক্লাব দুটিকে।
নবম স্থান নিয়ে হতাশার মধ্যে গত মৌসুম শেষ করা নিসের লক্ষ্য এবার আরো ভালো অবস্থান নিশ্চিত করা। অপরদিকে গত মৌসুমে ফ্রান্সের এই শীর্ষ লিগে লিলির অবস্থান ছিল পঞ্চম।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :