ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ায় চলমান এবারের আসরের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিকদের কাঁদিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লায়নেসরা।
বুধবার (১৬ আগস্ট) নারী বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে হারিয়েছে ইংল্যান্ড। শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনালে স্পেনের বিপক্ষে লড়বে ইংলিশরা। দুই দলই প্রথমবারের মতো ফাইনালের মঞ্চে পা রেখেছে।
অস্ট্রেলিয়ার সিডনিতে দ্বিতীয় সেমিফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ইংল্যান্ড। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না তারা। ম্যাচের ৩৬ মিনিটে নিজেদের প্রথম গোলের দেখা পায় ইংল্যান্ডের মেয়েরা।
মাঝমাঠ থেকে বল নিয়ে মাঠের বাম দিক ধরে বক্সে ঢুকে পড়েন এলা টনি। অস্ট্রেলিয়ার এক খেলোয়াড় তাকে আটকাতে ব্যর্থ হলে কোণাকুণি শটে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ান এই প্রমীলা তারকা। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় ইংল্যান্ড।
দ্বিতীয়ার্ধে নেমে গোল শোধের জন্য মরিয়া হয়ে চেষ্টা চালায় অস্ট্রেলিয়া। ম্যাচের ৬৩ মিনিটে দলকে সমতায় ফেরান স্যাম কের। ক্যাটরিনা ঘরির দ্রুত বাড়ানো পাস ধরে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে গোল করেন তিনি।
গোল হজম করার আট মিনিট পরই আবারও লিড পায় ইংল্যান্ড। লাওরেন হেম্পের গোলে ৭১ মিনিটে ব্যবধান দাঁড়ায় ২-১। ম্যাচের ৮৬ মিনিটে আলেসা রুশো শেষ পেরেকটা ঠুঁকে দেন অস্ট্রেলিয়ার কফিনে। আর তাতেই ৭৬০০০ দর্শকের সামনে হারের যন্ত্রনায় লুটিয়ে পড়ে অস্ট্রেলিয়ার মেয়েরা।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :