AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচটি টিভি রেকর্ড গড়েছে


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:৫৭ পিএম, ১৭ আগস্ট, ২০২৩
অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচটি টিভি রেকর্ড গড়েছে

ইংল্যান্ডের বিরুদ্ধে স্বাগতিক অস্ট্রেলিয়ার নারী বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচটি গতকাল টেলিভিশন শো হিসেবে অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। সিডনিতে বুধবারের ম্যাচটি ঘরে বসে টেলিভিশনে উপভোগ করেছে প্রায় সাড়ে ১১ মিলিয়ন মানুষ। ম্যাচটিতে ইংল্যান্ড ৩-১ গোলে জয়ী হওয়ায় মাটিলডাসদের স্বপ্ন ভঙ্গ হয়। গড়ে প্রায় ৭.১৩ মিলিয়ন মানুষ একসাথে কাল ম্যাচটি টেলিভিশনে দেখেছে।

 

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টার চ্যানেল সেভেনে ম্যাচটি সরাসরি দেখানো হয়েছে। তাদের পক্ষ থেকেই জানানো হয়েছে সবচেয়ে বেশী সংখ্যক দর্শক একসাথে ম্যাচটি উপভোগ করেছে। ২০০১ সাল থেকে প্রোগ্রাম রেটিং সিস্টেম চালু হবার পর এত বেশী সংখ্যক দর্শকের একসাথে কোন অনুষ্ঠান দেখার রেকর্ড এটাই প্রথম।

 

 

চ্যানেল সেভেনে নেটওয়ার্ক স্পোর্টের প্রধান লুইস মার্টিন বলেছেন, ‘মাটিলডাসরা নতুন করে ইতিহাস রচনা করেছে। অস্ট্রেলিয়ানরা হৃদয় দিয়ে খেলেছে, আমরা সবাই তাদের জন্য গর্বিত।’

 

এই তথ্যে অবশ্য পে-টিভি ব্রডকাস্টার অপটাস স্পোর্টের দর্শকসংখ্যা অন্তর্ভূক্ত করা হয়নি।

 

একুশে সংবাদ/স ক   
 

Shwapno
Link copied!