এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শোনা যাচ্ছে দুয়েকটা জায়গা বাদে প্রায় একই স্কোয়াড যাবে বিশ্বকাপেও। সে অনুসারে ভারতে বসতে যাওয়া আইসিসির মেগা আসরটিতে মাহমুদউল্লাহ রিয়াদের সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সম্প্রতি তাকে দলে ফেরানোর জন্য ক্রিকেটভক্তদের একটা অংশ দাবি জানিয়ে আসছেন। কিন্তু বিষয়টা এভাবে আলোচনা হওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু।
শুক্রবার (১৮ আগস্ট) রিয়াদ ইস্যুতে কথা বলেছেন বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু। তিনি জানান, রিয়াদ ইস্যুতে যেভাবে আলোচনা হচ্ছে ওইভাবে আলোচনায় আসার মতো বিষয় এটি নয়। টিটু বলেন, ‘রিয়াদের ক্ষেত্রে যেভাবে আলোচনায় আসছে, সেটা আসলে ওইভাবে আলোচনায় আসার মতো মনে হয় না। যার শুরু আছে, তার একটা সময় শেষ আছে। প্রত্যেক ক্রিকেটারই একটা সময় জাতীয় দলে অন্তর্ভুক্ত হয়, আবার বাদও পড়ে।’
রিয়াদ ইস্যুতে বিসিবির এই পরিচালক আরও বলেন, ‘রিয়াদের ব্যাপারটা আমাদের প্রধান নির্বাচক বলেছেন। ক্রিকেটার তৈরি করা থেকে খেলানো নিয়ে ক্রিকেট বোর্ড কাজ করে আসছে। একদম জিরো লেভেল গ্রাউন্ড থেকে টপ লেভেল পর্যন্ত যেভাবে প্রসেসের মধ্যে চলে ক্রিকেট। সেই প্রসেসেরই অংশ হিসেবে সমস্ত কিছু নির্ধারণ করা হয়।’
ক্রিকেট বোর্ড তার নিয়মেই চলবে বলে জানান তানভীর আহমেদ টিটু। তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ডের যে নিয়ম আছে, সে নিয়মেই চলবে। রিয়াদ দীর্ঘ সময় জাতীয় দলে ছিলেন। আমাদের ক্রিকেটে তার অবদান ব্যাপক।’
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :