দুঃসংবাদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাংলাদেশ দলের। আসন্ন এশিয়া কাপের আগ মুহূর্তে একের পর এক দুঃসংবাদে কপালে চিন্তার ভাজ পড়েছে বিসিবির।
প্রথমে ইনজুরিতে ছিটকে গেছেন তামিম ইকবাল। এরপর জ্বরে আক্রান্ত হন লিটন দাস, তবে ডেঙ্গু হয়নি। এবার জানা গেল, এশিয়া কাপে লিটনের ‘বিকল্প’ সাইফ হাসান ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
এশিয়া কাপের ঘোষিত স্কোয়াডে স্ট্যানবাই ক্রিকেটারের তালিকায় ছিলেন সাইফ হাসান। স্বাভাবিকভাবেই তার অসুস্থতার খবরে দুশ্চিন্তা বেড়েছে টাইগার শিবিরে।
সাইফের ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, ‘সাইফের আসলে আরো তিন-চারদিন আগে ডেঙ্গু টেস্টে পজেটিভ এসেছিল। এখন আর জ্বর নেই। তবে শরীরে দুর্বলতা আছে। এজন্য অনুশীলনে ফিরতে পারছে না।’
জ্বরে আক্রান্ত হওয়ায় স্কোয়াডের সঙ্গে যেতে পারেননি সহ-অধিনায়ক লিটন দাস। বলা হয়েছিল সোমবার যেতে পারেন তিনি। তবে এই উদ্বোধনী ব্যাটারও সুস্থ হয়ে উঠতে পারেননি। লিটনের ব্যাপারে দেবাশীষ বলেন, ‘আজকে সকালেও ওর জ্বর ছিল। তবে লাস্ট আপডেট যেটা পেয়েছি, এখন আগের থেকে একটু ভালো।’
এশিয়া কাপ খেলতে রোববার দেশ ছেড়েছে বাংলাদেশ দল। আগামী ৩১ আগস্ট পাল্লেকেলেতে শ্রীলংকার বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলবে তারা। এরপর ৩ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :