AB Bank
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপে খেলা হলো না এবাদতের


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০১:৩২ পিএম, ৩০ আগস্ট, ২০২৩
বিশ্বকাপে খেলা হলো না এবাদতের

এশিয়া কাপের ম্যাচে মাঠে নামার আগেই বড় এক ধাক্কা খাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের মাত্র একদিন আগে লন্ডন থেকে ভেসে এলো দুঃসংবাদ। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হাঁটুতে চোট পেয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের পেসার এবাদত হোসেন চৌধুরী। শুরুতে দেশের মাটিতেই চলেছিল চিকিৎসা। কিন্তু চোট সেরে না ওঠায় বাড়তে থাকে দুশ্চিন্তা।

 

উন্নত চিকিৎসার জন্য এখন লন্ডনে আছেন তিনি। সেখানে আজ হাঁটুতে অস্ত্রোপচার হবে তার। এজন্য আসন্ন ওয়ানডে বিশ্বকাপেও পাওয়া যাবে না এ পেসারকে।

 

বুধবার নিজের ফেসবুকে অস্ত্রোপচারের কথা জানিয়েছেন এবাদত নিজেই। জীবনে প্রথমবার অপারেশন থিয়েটারে যাওয়ার কথা উল্লেখ করে এবাদত সকলের দোয়া চেয়েছেন।


জানা গেছে, হাঁটুতে অস্ত্রোপচারের পর এবাদতের পুরোপুরি ফিট হতে ৬ থেকে ৮ মাস সময় লাগতে পারে। স্বাভাবিকভাবেই অক্টোবরে অনুষ্ঠেয় বিশ্বকাপেও দেখা যাবে না সিলেট এক্সপ্রেসকে।

 

ঘরের মাঠে আফগানিস্তান সিরিজের দ্বিতীয় ওয়ানডে চলাকালে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন এবাদত। আফগানিস্তানের ইনিংসের ৪২তম ওভারের তৃতীয় বলটি করার সময় লাফ দিতে গিয়ে আম্পায়ার গাজী সোহেলের কাঁধে বাড়ি খায় এবাদতের হাত। আর এমন ধাক্কা খেয়ে রানআপে নিজেকে ঠিকঠাক থামাতে পারেননি। ফলে পেছন ঘুরে পড়ে যান মাটিতে, তখনই পায়ে আঘাত পান এবাদত।


এরপর তাকে ৪৮ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়। কিন্তু এই সময়ে চোট গুরুত্বর অনুধাবন করতে পেরে এই পেসারকে নিয়ে নতুন পরিকল্পনা করেন ফিজিও।


ধারণা করা হয়েছিল, এশিয়া কাপ দিয়ে আবারো মাঠে ফিরবেন তিনি।  তবে পুরোপুরি ফিট না হওয়ায় তাকে নিয়ে আর ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। বোর্ডের আশা এশিয়া কাপ মিস করলেও, ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে অন্তত পাওয়া যাবে এবাদতকে। কিন্তু তার অস্ত্রপচারের কারণে সেই আশাতেও গুড়েবালি।


এদিকে এশিয়া কাপে এবাদতের বদলি হিসেবে জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তানজিম হাসান সাকিব।

 

একুশে সংবাদ/স ক  

Link copied!