আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে টানা ১৩ জয়ের সামনে দাঁড়িয়ে আছে শ্রীলংকা। এশিয়া কাপের সুপার ফোরে টাইগারদের হারাতে পারলেই রেকর্ড অক্ষুন্ন রাখবে তারা। সেই লক্ষ্যে সম্ভাব্য সব পরিকল্পনায় সাজাবে সহ আয়োজক লংকানরা।
শনিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা। ম্যাচটি গড়াবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩ টায়।
সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে একরকম উড়ে গেছে বাংলাদেশ। লাহোরে বাজে ব্যাটিং করেছে লাল-সবুজ জার্সিধারীরা। ফলে আত্মবিশ্বাস নিয়েই তাদের মোকাবিলা করবে লংকানরা।
সাম্প্রতি সময়ে বাংলাদেশের মিডল অর্ডার ও লোয়ার অর্ডাররা মোটেও জ্বলে উঠতে পারছে না। সেই সুযোগটা কাজে লাগাতে চায় স্বাগতিকরা। তাই এই ম্যাচে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা করতে চায় না শ্রীলংকা। উইনিং কম্বিনেশন ধরে রাখতে আগ্রহী তারা। ফলে কুশল পেরেরা, দুশান হেমান্থা, বিনুরা ফার্নান্দো ও প্রামোদ মাদুশানকে আজকের ম্যাচেও দেখা যাবে না।
শ্রীলংকার সম্ভাব্য একাদশ
পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েল্লালাগে, মহেশ থিকসানা, কাসুন রাজিথা ও মাথিশা পাথিরানা।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :