আগামী ১১-১৬ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত কাজাখস্তান টেনিস এসোসিয়েশনের ব্যবস্থাপনায় সিমক্যান্ট, কাজাখস্তানে ‘আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১২ দলগত প্রতিযোগিতা ২০২৩ - ফাইনাল’ ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় গত ১৬-২০ মে ২০২৩ পর্যন্ত শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় অনুষ্ঠিত ‘আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১২ দলগত টেনিস প্রতিযোগিতা ২০২৩ - দক্ষিণ এশিয়া রিজিওনাল কোয়ালিফাইং ইভেন্ট’ এর ফলাফলের ভিত্তিতে দক্ষিণ এশিয়া হতে বালক বিভাগে বাংলাদেশ দল বিষয়োক্ত ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে।
এছাড়াও প্রতিযোগিতার ফলাফলের উপর ভিত্তি করে বালক বিভাগে ভারত দল ফাইনালে খেলা যোগ্যতা অর্জন করে। এশিয়ার অন্যান্য অঞ্চলের মধ্যে পশ্চিম এশিয়া হতে ইরান ও সিরিয়া, মধ্য এশিয়া হতে কাজাখস্তান ও তুর্কমেনিস্তান, দক্ষিণ-পশ্চিম এশিয়া হতে থাইল্যান্ড, মায়ানমার ও ইন্দোনেশিয়া এবং পূর্ব এশিয়া হতে হংকং, চাইনিজ তাইপে ও ম্যাকাও বালক দল ফাইনাল রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত বাংলাদেশ দল অদ্য ০৯ সেপ্টেম্বর ২০২৩ সকাল ৯:০০ টায় কাজাখস্তানের উদ্যেশ্যে দেশ ত্যাগ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে ১৭ সেপ্টেম্বর ২০২৩ বাংলাদেশ দল দেশে প্রত্যাবর্তন করবে।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :