AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাবা হারালেন ক্রিকেটের রুবেল


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০১:২৫ পিএম, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
বাবা হারালেন ক্রিকেটের রুবেল

বাংলাদেশ ক্রিকেটের পেসার রুবেল হোসেনের বাবা বাবা সিদ্দিকুর রহমান বাগেরহাটের বাসাবাটি এলাকায় নিজ বাড়িতে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় মারা যান তিনি। বাবার মৃত্যুর খবর জানিয়ে রুবেল হোসেন তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন, ‘আমার বাবা আর নেই … সবাই আমার বাবার জন্য দোয়া কইরেন।’

 

জানা যায়, রুবেল হোসেনের বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত জুন মাসে এক পোস্টের মাধ্যমে রুবেল জানিয়েছিলেন, ‘আমার ক্রিকেটার রুবেল হোসেন হবার পিছনে যে মানুষটা আমার জীবনে সুপার-হিরোর মতো আমার মাথার ওপর হাত রেখে শক্ত পিলার হয়ে পাশে আছেন, তিনি হচ্ছেন আমার বাবা। আমার বাবার শরীরের বাম অংশটা এক বছরেরও বেশি যাবত প্যারালাইসিস হয়ে অবশ হয়ে আছে।’

 

ফেসবুকের ওই পোস্টে বাবার জন্য দোয়াও চেয়েছিলেন বাংলাদেশি এই ক্রিকেটার। রুবেল লিখেছিলেন, সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন (আমিন) মহান সৃষ্টিকর্তা চাইলে পৃথিবীতে সব কিছুই সম্ভব এবং মন থেকে দোয়া করি। পৃথিবীর সমস্ত বাবাদের যেন মহান আল্লাহ সুস্থ রাখেন।

 

তবে শেষ পর্যন্ত বাস্তবতার কাছে হার মানতে হয়েছে এই পেসারকে। ক্যারিয়ারের খারাপ সময়ে বাবাকে হারালেন তিনি। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন রুবেল। জাতীয় দলের হয়ে ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। আর একই বছরের এপ্রিলে খেলেন সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ। এরপরে আর জাতীয় দলের জার্সিতে তার মাঠে নামা হয়নি।

 

২০০৯ সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেকের পর ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রুবেল হোসেন। ২০২২ সালে তিনি টেস্ট থেকে অবসর নেন। সাদা পোশাকে রুবেল পেয়েছেন ৩৬ উইকেট। এছাড়া ওয়ানডেতে ১২৯ এবং টি-টোয়েন্টিতে তার শিকার ২৮টি উইকেট।

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

Link copied!