ম্যাটস হামেলসের জোড়া গোলে শনিবার ১০ জনের ফ্রেইবুৃর্গের বিপক্ষে ৪-২ গোলে জয়লাভ করেছে বরুশিয়া ডর্টমুন্ড।
ম্যাচ শুরুর ১১ মিনিটে হামেলস গোল করে ১-০ গোলে এগিয়ে দেন ডর্টমুন্ডকে। কিন্তু প্রথমার্ধের ইনজুরি টাইমে পরপর দুই গোলে উল্টো বিরতির আগেই ম্যাচের লিড নিয়ে নেয় ফ্রেইবুর্গ। প্রথমার্ধের ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে (৪৫+২ মি.) লুকাস হোয়েলারের গোলে সমতায় ফেরার পর ইনজুরি টাইমের সপ্তম মিনিটে (৪৫+৭মি.) নিকোলাস হোয়েফলার ফের গোল করলে লিড নিয়ে বিরতীতে যায় স্বাগতিক ফ্রেইবুর্গ।
বিরতির পর ৬০ মিনিটে ডনিয়েল মালেনের গোলে সমতায় ফিরে ডর্টমুন্ড। শেষ বাঁশি বাজার ২ মিনিট আগে (৮৮মি.) নিজের দ্বিতীয় গোলে ফের ডর্টমুন্ডকে এগিয়ে দেন হামেলস। ইনজুরি টাইমে (৯০+৩ মি.) সফরকারীদের হয়ে মার্কো রুইস ফের গোল করলে ৪-২ গোলের জয় নিশ্চিত হয় ডর্টমুন্ডের।
ফ্রেইবুর্গের গোলদাতা হোয়েফলার লাল কার্ড দেখে মাঠ ছাড়ার আগে টানা তৃতীয় বারের মতো পয়েন্ট খোয়ানোর শংকায় পড়েছিল ডর্টমুন্ড। শেষ বাঁশি বাজার আট মিনিট আগে তিনি লাল কার্ড দেখে বিদায় নিলে বাড়তি একজন খেলোয়াড়েরও সুযোগ পায় ডর্টমুন্ড। শেষ পর্যন্ত সুযোগটি কাজে লাগিয়েই শেষ মুহুর্তে দুই গোল করে তারা। ফলে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলতে নামার আগে জয় নিয়ে অনুপ্রানীত হলো জার্মান জায়ান্টরা। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে ইউরোপীয় টুর্নামেন্টের ম্যাচটি।
ম্যাচ শেষে হামেলস বলেন,‘ শীর্ষ দল হতে হলে শান্ত থাকার পাশাপাশি বলের নিয়ন্ত্রন প্রতিষ্ঠায় আরো উন্নতি করতে হবে। অপরদিকে এই জয়কে ‘স্ট্রেসফুল’ (কস্টার্জিত) হিসেবে অভিহিত করেছেন ডর্টমুন্ডের অধিনায়ক এমরে ক্যান। তিনি বলেন,‘ ফ্রেইবুর্গের বিপক্ষে আজ আমরা যে জয় পেয়েছি তা সহজ ছিল না।’
ম্যাচে জোড়া গোল করা ২০১৪ সালের বিশ্বকাপ জয়ী হামেলস এই নিয়ে বুন্দেস লিগায় ১৬ গোল করলেন।শনিবার অনুষ্ঠিত বুন্দেস লিগার অন্য ম্যাচে আরবি লিপজিগ ৩-০ গোলে অসবার্গ, উল্ফসবার্গ ২-১ গোলে ইউনিয়ন বার্লিন , স্টুর্টগার্ট ৩-১ গোলে মেইঞ্জ এবং হফেনহেইম ৩-১ গোলে কোলনকে হারিয়েছে।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :