AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এক্স-৩৬০ ফাইট নাইটে বাংলাদেশের সব বক্সারই জয়ী


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:৪৬ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
এক্স-৩৬০ ফাইট নাইটে বাংলাদেশের সব বক্সারই জয়ী

বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির আয়োজনে  বাংলাদেশ-ভারত প্রফেশনাল বক্সিং ইভেন্ট ”এক্স-৩৬০ ফাইট নাইট-ব্যাক টু প্যাভিলিয়ন” আজ শনিবার বিকেলে   যমুনা ফিউচার পার্কের ইষ্ট কোর্টে অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ফিলিফাইনের রাষ্ট্রদূত লিও টিটো এল আউসান।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বক্সিং কাউন্সিলের ওয়ার্ল্ড জেনারেল সেক্রেটারী (সাউথ আমেরিকা) মো: আসাদুজ্জামান। অন্যানের মধ্যে উপস্থিত  ছিলেন অস্ট্রেলিয়া বক্সিং কাউন্সিলের প্রমোটার মাইক আল্টামুরা।

 

 ১০ বাউটের এই প্রতিযোগিতায় বাংলাদেশের সব প্রতিযেগীই জয়ী হয়েছেন। বাংলাদেশের মোহন আলী, আবদুল মোতালেব ও সাবিউল ইসলাম জয়ী হয়েছেন। মোহন ভারতীয় প্রতিপক্ষ হারজত সিং, মোতালেব ভারতীয় হারপ্রীত সিং এবং সাবিউল ভারতের অংকিত কুমারের বিপক্ষে জয়ী হন। অপরদিকে বাংলাদেশের ফরহাদ তরফদার স্বদেশী সজীব মাহমুদের বিপক্ষে জয় পান।

 

একুশে সংবাদ/য.র.প্র/জাহা

Link copied!