AB Bank
ঢাকা শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বৈঠক প্রসঙ্গে যা বললেন মাশরাফি


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৭:১৭ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
বৈঠক প্রসঙ্গে যা বললেন মাশরাফি

বিশ্বকাপের আগ মুহূর্তে বাংলাদেশ দল নিয়ে দেখা দিয়েছে নানা ধরনের জটিলতা। একদিন পরই ভারতের উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে দলের।কিন্তু এখনও ঘোষণা হয়নি বিশ্বকাপের স্কোয়াড।এর মধ্যেই গুঞ্জন, নেতৃত্ব ছেড়ে দিতে চাচ্ছেন সাকিব আল হাসান।  সবমিলিয়ে এক জটিল পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর মধ্যে মঙ্গলবার মিরপুরের বিসিবি কার্যালয়ে এসেছেন মাশরাফি বিন মুর্তজা। জানা গেছে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ডাকে সাড়া দিয়েই এসেছেন সাবেক এই অধিনায়ক।  


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ফিরে গেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বৈঠকে কোন প্রসঙ্গে আলোচনা হয়েছে সেটা অনেকটাই জানা! সেখানে সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্ব এবং বিশ্বকাপের দল ঘোষণার বিষয়টি স্থান পাওয়ার কথা। তবে এ নিয়ে মুখ খোলেননি মাশরাফি। শুধু সমস্যার প্রশ্নে একটি বাক্য বলেছেন, ‘কে বলেছে আপনাকে’।


তামিম ইকবাল বোর্ডকে জানিয়েছেন, পুরোপুরি ফিট নন তিনি। তাকে খেলানো নিয়ে দোটানায় আছে বিসিবি। তিনি বিশ্বকাপ দলে থাকবেন না, এমন গুঞ্জনও রয়েছে।  

 

সাকিব নেতৃত্ব ছেড়ে দেবেন, এমন কথা এশিয়া কাপের পরই বোর্ডকে জানিয়েছিলেন তিনি। তখন কারণ হিসেবে মানসিকভাবে ঠিকঠাক নেই, এমন কারণ জানিয়েছিলেন তিনি। হতাশ ছিলেন এশিয়া কাপে দলের পারফরম্যান্স ও বিশ্বকাপে ভালো করার সম্ভাবনা নিয়েও।  

 

তবে শেষ মুহূর্তে সাকিবকে নেতৃত্বে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। এ নিয়ে সভাপতি পাপনের বাসায় গতকাল রাতে লম্বা বৈঠকও হয়েছে। এসব নানা ইস্যু সমাধানেই মাশরাফির দ্বারস্থ হয়েছে বোর্ড।  

একুশে সংবাদ/স ক

Link copied!