লা লিগায় নেমেই প্রথমবার বার্সেলোনার মুখোমুখি হলেন রামোস।মাঠে নেমেই নিজের ভুলে আত্মঘাতী গোল উপহার দিলেন কাতালান ক্লাবটিকে। তার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
শুক্রবার সেভিয়ার বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। তাতে আপাতত লা লিগা টেবিলের শীর্ষে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ৮ ম্যাচে ২০ পয়েন্ট বার্সার। জিরোনা (১৯) ও রিয়াল মাদ্রিদ (১৮) শীর্ষে ওঠার লক্ষ্য নিয়ে শনিবার রাতে মুখোমুখি হবে।
খেলার ৭৬ মিনিটে ১৬ বছর বয়সী লামিনে ইয়ামালের ক্রস ব্লক করতে গিয়ে রিয়ালের সাবেক অধিনায়ক বল জড়িয়ে দেন জালে। রামোসের আত্মঘাতী গোলে বার্সার জয়ের পর ভাইরাল হয়েছে একটি ছবি। টানেলে ছোট্ট ইয়ামালের হাত ধরে আছেন রামোস, বার্সা ফরোয়ার্ড ওই সময় ক্লাব মাসকট ছিলেন।
দুই বছর পর রামোসকে শীতল অভ্যর্থনা জানাতে কার্পণ্য করেননি বার্সা ভক্তরা। তার পায়ে বল পড়তেই দুয়ো দেন তারা। বার্সার অস্থায়ী হোম গ্রাউন্ড মনটজুইক অলিম্পিক স্টেডিয়াম তারই কারণে উল্লাসে ফেটে পড়ে।
ম্যাচের পার্থক্য শেষ পর্যন্ত গড়ে দেয় রামোস। সেভিয়াও সুযোগ পেয়েছিল। তবে বার্সার গোলমুখ ছিল অক্ষত। তাতে আট ম্যাচ ধরে অজেয় থাকলো কাতালানরা।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :