আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান-নেদারল্যান্ডস মুখোমুখি হয়েছে। যেখানে তিন উইকেট হারিয়ে ডাচদের সামনে কাঁপছে পাকিস্তান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৯.১ ওভারে তিন উইকেটে ৩৮ রান।
শুক্রবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
পাকিস্তানের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন ফখর জামান ও ইমাম-উল-হক। ম্যাচের শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন এ দুই ব্যাটার। অবশ্য দ্বিতীয় ওভারের শেষ বলে ফখরকে লেগ বিফরের ফাঁদে ফেলে আবেদন করেও ব্যর্থ হয়েছে ডাচরা।
ম্যাচের চতুর্থ ও নিজের দ্বিতীয় ওভারে এসে ফখরকে নিজের ক্যাচ বানিয়ে সাজঘরের পথ দেখিয়েছেন বিক। আউট হওয়ার আগে ১২ রান করেন এ বাঁ-হাতি ব্যাটার।
পরে বাইশ গজে আসেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তবে উইকেটে থিতু হওয়ার আগেই প্যাভিলিয়নের পথ ধরে পাকিস্তান দলপতি। তার বিদায়ের পরপরই ড্রেসিংরুমের পথে হাঁটা দেন পাক ওপেনার ইমাম-উল-হক। বিকের বলে মিকেরেনের তালুবন্দী হওয়ার আগে ১৫ রান করেন তিনি।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছেন পাকিস্তান। এখন সৌদ শাকিলকে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন মোহাম্মদ রিজওয়ান।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :