চতুর্থবার ভারতে বসেছে ওয়ানডে বিশ্বকাপের আসর। এরই মধ্যে মাঠে গড়িয়েছে আইসিসির বৈশ্বিক এই টুর্নামেন্টের ১৩তম আসরের তিনটি ম্যাচ। উদ্বোধনী ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে আগের আসরের রানার্স-আপ নিউজিল্যান্ড। পরের ম্যাচে তুলনামূলক ‘খর্বকায়’ নেদারল্যান্ডসকে হারিয়েছে পাকিস্তান। আর তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
রাউন্ড রবিন পদ্ধতিতে হবে ১০ দলের অংশগ্রহণে টুর্নামেন্টের প্রথম পর্ব। এরপর সেমিফাইনালে জায়গা করে নেবে পয়েন্ট টেবিলের সেরা ৪ দল।
রাউন্ড রবিন নিয়ম অনুযায়ী, ৯টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। অর্থাৎ গ্রুপ পর্বে অংশগ্রহণকারী প্রত্যেক দল একবার করে সব প্রতিযোগী দেশের মোকাবিলা করবে। এরপর টেবিলের চতুর্থ দল শীর্ষে থাকা দলের সঙ্গে এবং দুই ও তিনে থাকা দল দুটি সেমিফাইনালে মুখোমুখি হবে। এরপর সেমিফাইনালে জয়ী দুই দল ফাইনাল খেলবে।
তিন ম্যাচ শেষে বাংলাদেশ ও পাকিস্তানের সমান পয়েন্ট পেলেও টেবিলের শীর্ষে কিউইরা। ইংলিশদের বিপক্ষে দাপুটে জয়ের পর নেট রানরেটে এগিয়ে থেকে লিডার-বোর্ডে রাজত্ব করছে তারা।
২ পয়েন্টের পাশাপাশি ব্ল্যাক-ক্যাপসদের নেট রানরেট এখন ২ দশমিক ১৪৯। অন্যদিকে সমান পয়েন্ট নিয়ে পাকিস্তানের নেট রানরেট ১ দশমিক ৬২০ এবং বাংলাদেশের ১ দশমিক ৪৩৮। তালিকার সবার নিচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ইংলিশদের ওপরে যথাক্রমে ডাচ ও আফগানরা।
যেভাবে সেমিফাইনালের সমীকরণ
এবারের আসরে ৭টি ম্যাচ জিতলেই নিশ্চিত হবে সেমিফাইনাল। আর ৬টি ম্যাচ জিতলেও সুযোগ থাকবে সেমিতে জায়গা করে নেওয়ার। কারণ, বেরসিক বৃষ্টিতে কিছু ম্যাচ বাতিল হওয়ার সম্ভাবনাও আছে। এ ক্ষেত্রে রান রেটে এগিয়ে থাকা দল জায়গা করে নেবে শেষ চারে। তাই জয়ের পাশাপাশি দলগুলোকে রান-রেটের দিকেও বাড়তি নজর দিতে হবে। তাই সব মিলিয়ে প্রাপ্ত পয়েন্ট বিবেচনা করেই পয়েন্ট টেবিল তৈরি হবে। সেখানে রানরেটের ভিত্তিতে দলগুলোর অবস্থান নির্ধারিত হবে।
২০১৯ বিশ্বকাপে ৫ ম্যাচের জয়ে সমান ১১ পয়েন্ট পেয়েছিল পাকিস্তান ও নিউজিল্যান্ড। তবে নেট রানরেটে এগিয়ে থেকে সেমিতে উঠে যায় কিউইরা।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :