মিচেল মার্শের অন্যতম বড় একটি ভুলে কারনে কাল ভারতের কাছে পরাজিত দল হয়েছে মনে করেন অস্ট্রেলিয়া ফাস্ট বোলার জস হ্যাজেলউড। তার মতে ভারতীয় সুপারস্টার বিরাট কোহলির ক্যাচ মিসের কারনেই গতকাল প্রথম ম্যাচে তাদের হারতে হয়েছে।
বিশ^কাপের হাই-প্রোফাইল ম্যাচে কাল অস্ট্রেলিয়ার দেয়া ২০০ রানের ইনিংস তাড়া করতে নেমে অষ্টম ওভারে হ্যাজেলউডের বলে কোহলি স্কয়ার লেগে পুল করতে গেলে মার্শের হাতে ক্যাচ তুলে দিয়েছিলেন। কিন্তু সেটি ধরতে ব্যর্থ হন মার্শ। ঐ সময় ১২ রানে ক্রিজে ছিলেন কোহলি। কোহলির উইকেট নিতে পারলেও ভারতের স্কোর দাঁড়াতো ৪ উইকেটে ২০। শেষ পর্যন্ত ৮৫ রানে ঐ হ্যাজেলউডের বলে মার্নাস লাবুশেনের হাতে ধরা পড়ার আগে কোহলি ওয়ানডেতে ৬৭তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন। চতুর্থ উইকেটে কে এল রাহুলের (৯৭) সালে ম্যাচ জয়ী ১৬৫ রানের পার্টনারশীপ গড়ে তুলেছিলেন কোহলি।
হ্যাজেলউড ৩৮ রানে নিয়েছেন ৩ উইকেট। অস্ট্রেলিয়ান এই ফাস্ট বোলার বলেছেন, ‘সে ক্যাচ ড্রপ করেছে। যেকোন ম্যাচে এটা হতেই পারে। যে কারনে আমরা অনুশীলনে এই বিষয়টি নিয়ে সবাই কঠোর পরিশ্রম করি।’
এই পরাজয় থেকে অস্ট্রেলিয়া শিক্ষা নিয়েছে বলে মনে করেন হ্যাজেলউড। তার মতে, ‘এই ধরনের কন্ডিশন আগামী আরো আট ম্যাচে অন্য কোন গ্রাউন্ডেও হতে পারে। আমরা মনে করেছিলাম এই পিচে ২৬০ হয়তোবা ভাল স্কোর হতে পারে। এই ধরনের গরমের মধ্যে প্রথম ইনিংসে ব্যাটিং করাটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আশা করছি নতুন কোন পরিকল্পনা নিয়ে আমাদের সামনের ম্যাচগুলোতে জয়ের ধারায় ফিরে আসতে সক্ষম হবো।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :