সবার আগে ২০২৪ ইউরোর মূলপর্বে খেলা নিশ্চিত করেছিল পর্তুগাল। অপেক্ষা ছিল এ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কারা যাচ্ছে পরের পর্বে। সেই রেসে ছিল বসনিয়া হার্জেগভিনা। কিন্তু বসনিয়ার সে স্বপ্নকে চুর্মার করে দিয়েছে পর্তুগালের রোনালদো।
সোমবার (১৬ অক্টোবর) রাতে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে বসনিয়া হার্জেগোভিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। এ ম্যাচে জোড়া গোল করেছেন রোনালদো। সবগুলো গোলই হয়েছে প্রথমার্ধে।
গত ম্যাচের মতো আবারও জোড়া গোল করেছেন পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।এ নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে তার সবমিলিয়ে গোলসংখ্য দাঁড়াল ৮৫৯। ম্যাচে একটি করে গোল করেন ব্রুনো ফের্নান্দেস, জোয়াও কানসেলো ও জোয়াও ফেলিক্সের।
২০২৪ ইউরোর বাছাই পর্বে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে পর্তুগাল।আগেই মূল পর্বের টিকেট নিশ্চিত করা ২০১৬ আসরের চ্যাম্পিয়নরা বাছাইয়ে এ নিয়ে টানা আট ম্যাচ জিতল। এই আট ম্যাচে তারা গোল করেছে মোট ৩২টি, বিপরীতে হজম করেছে স্রেফ ২টি, সেই দুটি গত ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :