AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টাইগারদের চাঙা রাখতে টিম ম্যানেজমেন্টের নতুন কৌশল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৫৬ পিএম, ১৭ অক্টোবর, ২০২৩
টাইগারদের  চাঙা রাখতে টিম ম্যানেজমেন্টের নতুন কৌশল

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টানা দুই ম্যাচ হেরে চাপে রয়েছে  টিম টাইগার। রোহিত শর্মার দলের বিপক্ষে মাঠে নামার আগে ক্রিকেটারদের চাঙা রাখতে কৌশলে পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট।  

 

এবারের বিশ্বকাপে লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়রা ব্যাট হাতে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছে না। তাদেরকে রানে ফেরাতে এবং মানসিকভাবে চাঙা রাখতে টিম ম্যানেজমেন্ট কৌশলে কিছুটা পরিবর্তন এনেছে। পর্যাপ্ত বিশ্রাম দিয়ে দেখা হচ্ছে ক্রিকেটাররা চাঙা হয়ে একসঙ্গে ভারতের বিপক্ষে জ্বলে উঠতে পারে কিনা।

 

বাংলাদেশ দল নিজেদের প্রথম তিনটি ম্যাচ খেলেছে খুবই অল্প সময়ের ব্যবধানে। সাত দিনের মধ্যে আফগানিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে হয় টাইগারদের। সঙ্গে ছিল ভ্রমণ ক্লান্তি। ক্রিকেটারদের সেই ধকল দূর করতেই বিশ্রাম নীতি গ্রহণ। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার পর গত তিন দিন অনুশীলন করেনি বাংলাদেশ দল।

 

ভারত ম্যাচকে সামনে রেখে তিন দিন বিরতির পর মঙ্গলবার (১৭ অক্টোবর) অনুশীলনে নামবে লাল সবুজের দল। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে দুই দিনের অনুশীলন বিশ্বকাপের মতো ম্যাচের জন্য যথেষ্ট কিনা সে প্রশ্নও আছে অনেকের কাছে।

 

কোচ চন্ডিকা হাথুরুসিংহে আগের মেয়াদে অনুশীলনে বেশ জোর দিতেন। এক ম্যাচ খারাপ করলে পরদিন ঐচ্ছিক অনুশীলনও রাখতে দেখা গিয়েছে। এবার তিনি সেই কৌশলে পরিবর্তন এনেছে। বিশ্রাম দিচ্ছেন খেলোয়াড়দের চাওয়া মতো।  

 

একুশে সংবাদ/স ক 

Link copied!