জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন আজ বুধবার। প্রতিবছর এই দিনে গভীর শ্রদ্ধায় শেখ রাসেলের স্মরণে নানা আয়োজন করে আসছে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড।
প্রতিবছরের মতো এ বছরও শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনায় শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের উদ্যোগে পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল এবং গরিবদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শেখ রাসেল ক্রীড়া চক্রের পক্ষ থেকে বনানীতে শেখ রাসেলের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।
শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থান মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলের পর বনানীতে পথশিশু, ভিক্ষুক ও ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এ সময় শেখ রাসেল ক্রীড়া চক্রের ডিরেক্টর অব স্পোর্টস সালেহ জামান সেলিম বলেন, ‘ক্লাবের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে আমরা এই বনানী কবরস্থানে এসে পুষ্পস্তবক অর্পণ করলাম। অর্পণের পর মিলাদ মাহফিল ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ ছাড়া ক্লাব প্রাঙ্গণে আমাদের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে বেলা ১টায় কেক কাটা, এতিমদের খাদ্য বিতরণ এবং মিলাদ ও দোয়া মাহফিল হবে।’
শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের সময় শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের পরিচালক হামিদুল হক শামীম, আবু বকর ও আজীবন সদস্য ওয়াসিউর রহমানসহ ক্লাবের কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :