চলমান বিশ্বকাপে আম্পায়ারিংয়ের মান নিয়ে হতাশা ব্যক্ত করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ান দুই ব্যাটার স্টিভ স্মিথ ও মার্কাস স্টয়নিসের আউট নিয়ে ম্যাচ শেষে দারুন সমালোচনা হয়েছে।
তাদের বিরুদ্ধে যাওয়া আউটের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ জানিয়েছেন ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো। ভারত-পাকিস্তানের ম্যাচেও আম্পায়ারিং মান সম্পন্ন ছিলনা বলে দাবী ফিক্সিং করে এক সময় নিষিদ্ধ হওয়া বাটের। মোহাম্মদ রিজওয়ান একটি এলডব্লিউর সিদ্ধান্ত থেকে বেঁচে যান, পাকিস্তান সময়মত রিভিউ নেয়ায় অন ফিল্ড আম্পায়ারের আউটের সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। এরপর বাবর আজমও এই ধরনের একটি সিদ্ধান্ত থেকে কোনমতে রক্ষা পেয়েছে। বিশ্বকাপে আম্পায়ারিংয়ের মান একেবারেই বিশ্বমানের নয় বলেই বাট মন্তব্য করেছেন।
ভারতের বিপক্ষে পরাজয়ের পর টিম ডিরেক্টর মিকি আর্থারের মন্তব্য নিয়েও অসন্তুষ্টি প্রকাশ করেছেন বাট। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আর্থার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাকিস্তানী সমর্থকদের অনুপস্থিতিতির বিষয়ে অভিযোগ করেছিলেন। এমনকি তিনি একথাও বলেছেন পাক-ভারত ম্যাচটি দেখে এটাকে কোন বিশ্বকাপের ম্যাচ মনে হয়নি, বরং আইসিসির কোন দ্বিপাক্ষিক সিরিজ বলেই অনুভূত হয়েছে।
বাট বলেন এই ধরনের মন্তব্য করার কোন অর্থ নেই। বরং এই মুহূর্তে আর্থারের উচিৎ পুরো দলকে উজ্জীবিত করে তোলা, ‘এই ধরনের মন্তব্য খুবই অপেশাদারমূলক। এসব শুনে মনে হয়েছে তিনি নিয়ন্ত্রন হারিয়ে ফেলেছেন। তার নিজের পজিশন সম্পর্কে সচেতন থাকতে হবে। তার কাজ হচ্ছে খেলোয়াড়দের উজ্জীবিত করা, মানসিক ভাবে চাঙ্গা রাখা। এই ধরনের মন্তব্য একটি দলের উপর বিরুপ প্রভাব ফেলবে।’
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :