আজ থেকে শুরু হওয়া জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা স্থগিত করেছে ফেডারেশন। আগামী ২৬ থেকে ২৮ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৭তম জাতীয় গ্রীষ্মকালীন অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু জাতীয় নির্বাচনের কারণে স্থগিত করেছিল তারা।
তাই তো ২০১৮ সালের জাতীয় চ্যাম্পিয়নশিপ হচ্ছে ২০১৯ সালে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা। জাতীয় চ্যাম্পিয়নশিপ ১৩ মাস পর হলেও গত বছর জাতীয় সামার অ্যাথলেটিক করেছে ফেডারেশন জুলাই মাসে। জাতীয় চ্যাম্পিয়নশিপের ৪২ তম আসরে অংশ নিচ্ছে ৬৪ জেলা, ৮ বিভাগ, বিকেএসপি, বিশ্ববিদল্যায়, শিক্ষাবোর্ড ও সার্ভিসেস সংস্থা।
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রতিযোগিতায় ৫০০ জন অ্যাথলেট অংশ নেবেন।
প্রতিযোগিতা হবে ইলেকট্রনিক্স টাইমিংয়ে। ফেডারেশন ঘোষণা দিয়েছে, যারা রেকর্ড গড়বেন তাদের আর্থিক পুরস্কার দেয়া হবে। এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে নতুন অ্যাথলেট বেড়িয়ে আসবেন বলেও আশা করছেন ফেডারেশনের কর্মকর্তারা।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :