AB Bank
ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ২ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টিম ম্যানেজমেন্টের সঙ্গে জরুরি বৈঠকে পাপন


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:২৪ পিএম, ২৯ অক্টোবর, ২০২৩
টিম ম্যানেজমেন্টের সঙ্গে জরুরি বৈঠকে পাপন

কলকাতার ইডেন গার্ডেন্সে টাইগারদের লজ্জার পরাজয়ে বেশ চটেছেন বিসিবি সভাপতি। তাই রোববার দুপুরে দলের সিনিয়র ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন তিনি। সেখানে এমন পারফর্ম এবং আগামী তিন ম্যাচের পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।


দেশের এক জাতীয় দৈনিককে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, প্রেসিডেন্ট (নাজমুল হাসান) দুপুরে টিম হোটেলে আসছেন। কোচিং স্টাফ এবং সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে দলের এই পারফরম্যান্সের কারণ জানতে চাইব আমরা।


জালাল ইউনুস আরো বলেন, আমাদের এখনো তিনটি ম্যাচ বাকি আছে। তাই বিশ্বকাপের পারফরম্যান্স পর্যালোচনা এবং এর নিরিখে ব্যবস্থা নেয়ার মতো অবস্থায় আমরা নেই। বিশ্বকাপ শেষ হোক, তারপর পুরো মূল্যায়ন করা হবে। তবে সামনে যেহেতু আরো খেলা আছে, সেহেতু এখনই চূড়ান্ত কিছু বলার সময় আসেনি।


এদিকে এমন বাজে অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া অধিনায়ক সাকিব নিজেও। পরবর্তী তিন ম্যাচ থেকে সমর্থকদের কিছু ফিরিয়ে দিতে চান বাংলাদেশ অধিনায়ক, ‘আমাদের তিন ম্যাচ খেলতেই হবে। যদি আমরা বাংলাদেশের মানুষকে কিছু ফিরিয়ে দিতে পারি, সেটা দারুণ হবে।’

একুশে সংবাদ/স ক 

Link copied!