AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জয় দিয়ে শেখ জামালের স্বাধীনতা কাপ শুরু


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৫:২২ পিএম, ৩০ অক্টোবর, ২০২৩
জয় দিয়ে শেখ জামালের স্বাধীনতা কাপ শুরু

জয় দিয়ে স্বাধীনতা কাপ শুরু করল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সোমবার (৩০ অক্টোবর) বসুন্ধরা কিংস অ্যারেনায় ঐতিহ্যবাহী দল ব্রাদার্স ইউনিয়নকে ৪-০ গোলে হারিয়েছে মারজান সেকুলভস্কির শিষ্যরা। এ ম্যাচে শেখ জামালের হয়ে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার হিগর লেইট। একটি করে গোল করেন কলম্বিয়ান ফরোয়ার্ড ব্লাদিমির দিয়াজ ও  সাজ্জাদ হোসেন।

 

আজকের ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক খেলতে থাকে শেখ জামাল। তার সুফলও পায় দলটি। খেলার ১০ মিনিটে গিয়ে যায় শেখ জামাল (১-০)। দলের হয়ে গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার হিগর লেইট। নাইজেরিয়ান ফরোয়ার্ড স্ট্যানলি ডিমগবার ক্রসে ডি-বক্সে ঢুকে ব্রার্দাসের জালে বল পাঠান তিনি। তাতে এগিয়ে যায় শেখ জামাল।


পিছিয়ে পড়ে ব্যবধান কমাতে গিয়ে ভুল করে বসেন ব্রাদার্সের ডিফেন্ডার খালেকুজ্জামান সবুজ। খেলার ৩৫ মিনিটে শেখ জামালের লেইটকে ফেলে দেন তিনি। তাতে ফ্রি-কিক পায় শেখ জামাল। ডি-বক্সের প্রায় ২৫ গজ সামনে থেকে দারুণ ফ্রি-কিক দলের ব্যবধান বাড়িয়ে দেন লেইট। তার গোলে শেখ জামালের স্কোরলাইন হয় (২-০)। সেই সঙ্গে নিজের জোড়া পূর্ণ করেন লেইট।  


প্রথমার্ধে আরো কয়েক দফা চেষ্টা করে শেখ জামাল। তবে গোল না পাওয়ায় লিড নিয়ে বিরতিতে যায় হলুদ আতঙ্করা। বিরতির পরেও ব্রার্দাসের জালে আক্রমণ চালায় শেখ জামাল। তাতে অবশ্য সফল হয় দলটি। খেলার ৫৯ মিনিটে কলম্বিয়ান ফরোয়ার্ড ব্লাদিমির দিয়াজ ও খেলার ৭৩ মিনিটে সাজ্জাদ হোসেনের গোলে শেখ জামালের স্কোরলাইন হয় (৪-০)। বাকি সময়ে গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল।


এই জয়ে ২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে গ্ররুপ ‘এ’তে শীর্ষে স্থান দখল করল শেখ জামাল। অন্যদিকে সমান ম্যাচে সমান সংখ্যক পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে পুলিশ এফসি। ‘এ’ গ্রুপের শীর্ষ দুই দল যাবে স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনালে।

একুশে সংবাদ/স ক

Link copied!