AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুশফিকের পর সাজঘরে ফিরলেন লিটন


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৪:৩২ পিএম, ৩১ অক্টোবর, ২০২৩
মুশফিকের পর সাজঘরে ফিরলেন লিটন

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের নিজেদের সপ্তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠ নেমেছে বাংলাদেশ। সেখানে আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। বিপর্যয়ের পর লিটন-রিয়াদের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিল টাইগাররা। তবে ফিফটির কাছে গিয়ে ফিরেছেন লিটন।

 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৫ ওভারে চার উইকেটে ১০৮ রান।

 

মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। একাদশে এক পরিবর্তন এনেছে টাইগাররা। বাদ পড়েছেন শেখ মেহেদি। তার জায়গায় ফিরেছেন তাওহীদ হৃদয়।


দলের হয়ে ওপেন করতে নেমে আজ আরো একবার হতাশা উপহার দিয়েছেন তানজিদ তামিম। রানের খাতা খোলার আগেই আউট হন তিনি। পরের ওভারে সাজঘরে ফেরেন ৪ রান করে নাজমুল হোসেন শান্ত। দুজনকেই ফেরান শাহিন আফ্রিদি।


হারিস রউফকে চার হাঁকিয়ে ভালো কিছুর আশা দেখিয়েছিলেন মুশফিকুর রহিম। কিন্তু পরের বলেই উইকেটে পিছে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। করেন মাত্র ৫ রান। এরপর দলের হাল ধরেন লিটন দাস ও মাহমুদউল্লাহ রিয়াদ।


লিটন-রিয়াদের ব্যাটে বিপর্যয় সামলে এগোতে থাকে বাংলাদেশ। দুজনে গড়েন পঞ্চাশোর্ধ্ব রানের জুটি। তাদের ব্যাটে যখন ম্যাচ নিজেদের দিকে করে নিচ্ছিল বাংলাদেশ, তখনই ৪৫ রানে আউট হয়েছেন লিটন।

একুশে সংবাদ/স ক 

Link copied!