এটা শচিন টেন্ডুলকারের মূর্তি কোথায়? এটা তো অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথের মূর্তি। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ‘মাস্টার ব্লাস্টার’ শচিনের স্ট্যাচু দেখে এরকমভাবেই হা-হুতাশ প্রকাশ করল নেটপাড়া।
নেটিজেনদের একাংশের বক্তব্য, দূর থেকে দেখে তাও শচিনের স্ট্যাচু মনে হলেও মুখটা ভালোভাবে দেখলে মনে হবে যে আদতে স্মিথের মূর্তি তৈরি করা হয়েছে। কেউ কেউ তো আবার স্মিথের গণ্ডি ছাপিয়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা এবং ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ব্রায়ান লারার মুখের সঙ্গে ওই মূর্তির মিল খুঁজে পেয়েছেন। নেটিজেনদের কেউ কেউ তো আবার মজা করে লিখেছেন, ‘জাস্টিস ফর শচিন টেন্ডুলকর।’ যদিও বিষয়টি নিয়ে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
ভারত-শ্রীলঙ্কার ম্যাচের আগেরদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে শচিনের সেই মূর্তির উদ্বোধন করা হয়। শচিনের ৫০ তম জন্মদিনে সেই মূর্তি উদ্বোধনের কথা থাকলেও কয়েকটি ‘ফাইনাল টাচ’-র জন্য সেই উদ্বোধনের দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়েছিল। অবশেষে বুধবার বিশ্বকাপের আবহে সেই মূর্তির (শচিনের লফটেড ড্রাইভের অনুকরণে) উন্মোচন করা হয়। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন শচিনও। তাঁর হাতে মূর্তির একটি রেপ্লিকাও তুলে দেওয়া হয়েছে। যে মূর্তি তৈরি করেছেন বিখ্যাত স্থাপত্যবিদ প্রমোদ কাম্বলে।
তবে বৃহস্পতিবার বিশ্বকাপে ভারত-শ্রীলঙ্কার ম্যাচের সময় যখন সেই মূর্তি দেখানো হয়, তখন তা নেটিজেনদের মনে ধরেনি। এক নেটিজেন বলেন, `এ কী! ওরা তো শচিন টেন্ডুলকরের নামে স্টিভ স্মিথের মূর্তির উদ্বোধন করে দিয়েছে।` একজন আবার মজা করে বলেন, `এই ভুল শুধরে নিতে স্টিভ স্মিথের অবসরের পরে সিডনিতে (স্মিথের হোমগ্রাউন্ড) সচিন তেন্ডুলকরের মূর্তির উন্মোচন করবে ক্রিকেট অস্ট্রেলিয়া।`
এমনকী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ স্টিভ স্মিথের নাম লেখা একটি অ্যাকাউন্ট (অবশ্যই ভুয়ো অ্যাকাউন্ট) থেকে বলা হয়েছে, ‘ভারতে আমার মূর্তি দেখতে পেয়ে ভালো লাগছে। কিন্তু আমি একটু বেশি লম্বা।’ অপর এক নেটিজেন বলেন, ‘শচিন টেন্ডুলকরকে চেয়েছিলাম। স্টিভ স্মিথকে পাঠিয়ে দিল।’ একাধিক নেটিজেন আবার বলতে থাকেন, ওই মূর্তি দেখে মনে হচ্ছে যে দক্ষিণ আফ্রিকার স্ট্যাচু তৈরি করা হয়েছে। আবার একজন বলেন, `আমার কেন এই মূর্তি দেখে ব্রায়ান লারার কথা মনে পড়ছে?`
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :