চলতি বিশ্বকাপে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে নিউজিল্যান্ডকে ২১ রানে হারিয়েছে পাকিস্তান। বৃষ্টিবিঘ্নিত খেলায় ২ পয়েন্ট পেয়ে চলতি বিশ্বকাপে সেমিফাইনালের খেলার আশা বাঁচিয়ে রেখেছে বাবর বাহিনী। যার নেপথ্য নায়ক ওপেনার ফখর জামান।
৮১ বলে ৮ চারের বিপরীতে ১১ ছক্কায় ১২৬ রানের হার না মানা অবিশ্বাস্য ইনিংস খেলেছেন ফখর। এই ইনিংস খেলার পথে বিশ্বকাপ ইতিহাসে একাধিক রেকর্ড ভেঙে দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
বাংলাদেশের বিপক্ষে ৭ ছক্কা হাঁকিয়েছিলেন ফখর। আর এদিন কিউইদের বিরুদ্ধে ১১ ছক্কা মেরেছেন তিনি। এর সুবাদে এক বিশ্বকাপে পাকিস্তানের ব্যাটার হিসেবে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড গড়েছেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার।
এর আগে এক আসরে সর্বাধিক ৯টি করে ছক্কা হাঁকানোর রেকর্ড ছিল পাকিস্তানের সাবেক উদ্বোধনী ব্যাটার ইমরান নাজির এবং আব্দুল্লাহ শফিকের। ২০০৭ বিশ্বকাপে সেই নজির গড়েছিলেন নাজির। আর চলমান বিশ্বমঞ্চে তাতে ভাগ বসিয়েছিলেন শফিক।
একই দিনে পাকিস্তানের কোনও ব্যাটার হিসেবে বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ফখর। এদিন মাত্র ৬৩ বলে ৩ অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। এর আগে যে রেকর্ড ছিল সেই নাজিরের দখলে। ৯৫ বলে শতক হাঁকানোর কৃতিত্ব দেখান তিনি।
এ নিয়ে দুই বিশ্বকাপে ১০টির বেশি ছক্কা মারার কীর্তি দেখালেন ফখর। যে রেকর্ড আর কোনো পাক ব্যাটারের নেই। একই ম্যাচে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন এ ওপেনার।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :