৪০২ রানের পাহাড় সমান টার্গেট তাড়া করে নিউজিল্যান্ডকে পরাজিত করতে পারার আনন্দই আলাদা হতো বলে স্বীকার করেছেন পাকিস্তানী ওপেনিং ব্যাটার ফখর জামান। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে গতকাল বেঙ্গালুরুতে ডিএল পদ্ধতিতে নিউজিল্যান্ডকে ২১ রানে পরাজিত করেছে পাকিস্তান।
বড় রান তাড়া করতে নেমে শুরু থেকেই পাকিস্তান আগ্রাসী ব্যাটিং করেছে। সেমিফাইনালে খেলার স্বপ্ন টিকিয়ে রাখার জন্য এই ম্যাচে দুই দলের জন্যই জয় জরুরী ছিল। ওপেনিংয়ে নেমে ফখর ৮১ বলে ১২৬ রানে অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন। ২৫.৩ ওভারে বৃষ্টির কারনে ম্যাচ বন্ধ হবার আগ পর্যন্ত পাকিস্তান ১ উইকেটে ২০০ রান সংগ্রহ করেছিল। নতুন টার্গেট অনুযায়ী পাকিস্তানের সামনে জয়ের জন্য ৪১ ওভারে ৩৪২ রানের লক্ষ্য নির্ধারন করে দেয়া হয়। এর আগে চিন্মাস্বামী স্টেডিয়ামে তরুণ তারকা রাচিন রবিন্দ্রর এবারের বিশ^কাপের তৃতীয় সেঞ্চুরি ও অধিনায়ক কেন উইলিয়ামসনের ৯৫ রানে ভর করে নিউজিল্যান্ড ৬ উইকেটে ৪০১ রানের বড় স্কোর গড়ে তোলে।
কালকের এই জয়ে পাকিস্তানের সেমিফাইনালে খেলার স্বপ্ন টিকে রয়েছে । শেষ চার-এ খেলতে ১১ নভেম্বর পাকিস্তানকে কলকাতায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারাতেই হবে। আট ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করা পাকিস্তান এখন ৯ নভেম্বর শ্রীলংকার বিপেক্ষে নিউজিল্যান্ডের পরাজয় প্রত্যাশা করবে।
পাকিস্তানের পক্ষে ৪০২ রান তাড়া করা সম্ভব ছিল জানিয়ে ফখর বলেন ‘আমাদের দলের সবচেয়ে ভাল দিকটি হচ্ছে আমরা সবসময়ই ইতিবাচক থাকার চেষ্টা করি। সেমিফাইনালে খেলার স্বপ্ন থেকে আমরা কখনই পিছনে ফিরে তাকাইনি। আমরা জানতাম আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সে কারনেই ডিএলএস পদ্ধতিতে রানের বিষয়টি আমরা আগেই অবগত ছিলাম। প্রতি ওভারে হিসেব অনুযায়ী আমরা নিউজিল্যান্ডের থেকে ২১ রানে এগিয়ে ছিলাম।’
৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ১২ রান করে দল থেকে বাদ পড়েছিলেন। এরপর হাঁটুর ইনজুরির কারনে টানা পাঁচ ম্যাচে তাকে দর্শক হয়ে থাকতে হয়েছে। বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচে ফিরে তিনি ৮১ রান করেছিলেন। নিজের ফিটনেস নিয়ে সবসময়ই কঠোর পরিশ্রম করেন ফখর। এ সম্পর্কে তিনি বলেছেন, ‘এশিয়া কাপে আমি ভাল খেলতে পারিনি। পেশোয়ারে আমি কোচ আফতাব খানের কাছে এ ব্যপারে পরামর্শ নিয়েছি, তিনি আমার দূর্বলতা নিয়ে কাজ করেছেন। আজকের এই ইনিংসটি আমি তাকে উৎস্বর্গ করতে চাই।’
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :