AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০৫:৪২ পিএম, ১০ নভেম্বর, ২০২৩
পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। যেখানে সফরকারীদের দেওয়া লক্ষ্য তাড়া করতে দাপুটে জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা। এতে ২-১ ব্যবধানে সিরিজ শিরোপা নিজেদের করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তান মেয়েরা। ম্যাচটিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৬ রান করে সফরকারীরা। রান তাড়ায় পিংকি-মুর্শিদার জোড়া ফিফটিতে ৭ উইকেট ও ২৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলার বাঘিনীরা।

রান তাড়ায় দুর্দান্ত শুরু পায় বাংলাদেশের মেয়েরা। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ফারজানা হক পিংকি ও মুর্শিদা খাতুন। ম্যাচের শুরু থেকে দেখেশুনে খেলতে থাকেন এ দুই ব্যাটার। এভাবে তারা দু’জন নির্বিঘ্নে ৩৪ ওভার কাটিয়ে দেন।

পিংকি-মুর্শিদা জুটির ব্যাট থেকে ১২৫ রান আসে। এ জুটি গড়ার পথে দু’জনেই ফিফটির দেখা পেয়েছেন। অবশ্য ম্যাচের ৩৫তম ওভারে এ জুটিতে আঘাত হানেন নাশরা সান্ধু। তার বলে কাটা পড়েন পিংকি (৬২)।

তার বিদায়ে ক্রিজে আসেন টাইগ্রেস দলপতি নিগার সুলতানা জ্যোতি। এরপরই সাজঘরের পথ ধরেন মুর্শিদা ও ফাহিমা খাতুন। শেষ মুহূর্তে সোবহানা মোস্তারীকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন জ্যোতি।

এদিন পাকিস্তানের হয়ে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন নাশরা সান্ধু।এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন সাদাফ শামাস ও সিদরা আমিন। তাদের ব্যাটে ভালো শুরু পায় সফরকারীরা।

তবে উইকেটে থিতু হয়েও সাজঘরে ফিরে যান সাদাফ। ম্যাচের ২০তম ওভারে নাহিদার ঘূর্ণিতে কাটা পড়ার আগে ৩১ করেন তিনি। এরপর আর বলার মতো তেমন কেউই ব্যাটে রান পাননি।টাইগ্রেস বোলারদের মোকাবিলা করে শেষ পর্যন্ত একাই লড়াই চালিয়ে যান সিদরা আমিন। মূলত ৮৪ রানে ভর করেই ১৬৬ রানের সংগ্রহ পায় সফরকারীরা।এদিন স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন নাহিদা আক্তার।

একুশে সংবাদ/এস কে  

Link copied!