প্রত্যেক ক্রিকেটারেরই স্বপ্ন থাকে একদিন জাতীয় দলের অধিনায়ক হওয়ার। ভারতের মতো ক্রিকেট-পাগল জাতির নেতা হওয়া সহজ কাজ নয়। যাইহোক, ভারতকে নেতৃত্ব দেওয়ার সম্মান এমন একটি জিনিস যার স্বাদ পেতে চান অনেক খেলোয়াড় ।
বিরাট কোহলির নেতৃত্বের মেয়াদ শেষ হবার পর ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন রোহিত শর্মা। তবে ওই সময় ভারতীয় বোর্ড বিসিসিআই’র সভাপতির দায়িত্বে থাকা সৌরভ গাঙ্গুলী অবশ্য বলেছেন মুম্বাইয়ের ওই ক্রিকেটার অধিনায়কের এই দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন না। যদিও দলের হয়ে প্রচুর ক্রিকেট খেলেছেন তিনি এবং সাফল্যও পেয়েছেন।
সম্প্রতি কোলকাতায় এক টেলিভিশন সাক্ষাৎকারে গাঙ্গুলি বলেন, ‘সব ফর্মেটে খেলার প্রচুর চাপের কারণে রোহিত নেতৃত্ব নিতে চাননি। এক পর্যায়ে আমি তাকে গিয়ে বলেছি যে আপনাকে হ্যাঁ বলতে হবে এবং আমি আপনার নাম ঘোষণা করব। শেষ পর্যন্তটি তিনি দায়িত্বটি গ্রহন করায় আমি খুশি। এখন সামনে থেকেই দলকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত। আর এর ফল আপনারা দেখতে পাচ্ছেন।’
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :