AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাবররা দেশে ফিরতেই বিমানবন্দরে হট্টগোল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৪৫ পিএম, ১৩ নভেম্বর, ২০২৩
বাবররা দেশে ফিরতেই বিমানবন্দরে হট্টগোল

বিশ্বকাপে আরও একবার ব্যর্থ হয়েছে পাকিস্তান। প্রতিযোগিতার সেমিফাইনালে উঠতে পারেনি তারা। ছিটকে যাওয়ার পর সোমবার সকালে পাকিস্তানে ফিরেছে দলটি। বাবর আজমরা বিমানবন্দরে নামার পরেই হুলস্থূল পড়ে যায় সেখানে। হল ধাক্কাধাক্কি। শেষ পর্যন্ত পুলিশি নিরাপত্তায় বিমানবন্দর থেকে বের হন বাবর।

কলকাতা থেকে দুবাই হয়ে পাকিস্তানের লাহোরে ফিরেছেন বাবরেরা। দল সেখানে নামার পরেই দেখা যায়, অনেকে ক্রিকেটারদের দিকে ছুটে যাচ্ছেন। পাক ক্রিকেটারদের সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা তাদের আটকে দেন। কাউকে কাছে যেতে দেওয়া হয়নি। ভিড় ক্রমশ বাড়তে থাকে। এই পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে চাননি নিরাপত্তারক্ষীরা।

তবে দলের উপর রাগ থেকে এই ভিড় জড়ো হয়নি। তারা পাকিস্তান দলকে স্বাগত জানাতেই গিয়েছিলেন। কারণ, বেশির ভাগকেই দেখা যায় বাবরের ছবি তুলছেন। কেউ কেউ সেল্ফি তোলারও চেষ্টা করেন। কিন্তু পারেননি। একজন বাবরকে ‘রাজা’ বলেও ডাকেন। এই ছবি থেকে পরিষ্কার, বাবরদের খারাপ ফলের পরেও বিমানবন্দরে তারা বিক্ষোভের মুখে পড়েননি। উল্টো ভক্তদের ভিড়ে আটক হয়েছেন।

তবে কোনও ভাবেই ঝুঁকি নিতে চাননি নিরাপত্তারক্ষীরা। তাদের ঘেরাটোপে বিমানবন্দর থেকে বের হন বাবর। তবে যতক্ষণ তিনি বিমানবন্দরের ভিতরে ছিলেন, ততক্ষণ তাকে একবার দেখার জন্য ভক্তদের মধ্যে উন্মাদনা ছিল। বিশ্বকাপে দল ভাল না খেললেও বাবরের ভক্তের সংখ্যা যে একেবারেই কমেনি তা প্রমাণ করে দিল লাহোরের বিমানবন্দর।

তবে বাবরের ভবিষ্যৎ কী তা এখনও স্পষ্ট নয়। লাহোরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের দফতর। তাই বিমানবন্দরে নেমে ক্রিকেট বোর্ডের কর্তাদের মুখোমুখি বসতে হতে পারে পাকিস্তানের অধিনায়ককে। সেখানে জবাবদিহি করতে হতে পারে তাকে। তবে তার আগে ভক্তদের ভালবাসায় ভাসলেন বাবর।

একুশে সংবাদ/এসআর

Link copied!