বর্তমানে খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলংকা ক্রিকেট। বিশ্বকাপে ভরাডুবির পর টালমাটাল শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এরই মধ্যে আইসিসি থেকে সদস্য পদও হারিয়েছে এসএলসি। এবার বোমা ফাটিয়েছেন প্রধান নির্বাচক প্রমোদ্য বিক্রমাসিংহে।
ঝড়ের ইঙ্গিত ভারত থেকে ফিরে বিমানবন্দরে দিয়েছিলেন বিক্রমাসিংহে। দুই দিন পর আজ পাঁচ পৃষ্ঠার এক বিবৃতিতে বিশ্বকাপের আগে ঘটে যাওয়া অনেক তথ্যই ফাঁস করেছেন বিক্রমাসিংহে। বিক্রমাসিংহের বিবৃতি স্বাভাবিকভাবে শ্রীলংকার সংবাদমাধ্যমে বেশ ফলাও করে প্রকাশ পেয়েছে।
বিবৃতিতে বিক্রমাসিংহে বিশ্বকাপে লংকানদের ভরাডুবির কারণ হিসেবে দাবি করেছেন দীর্ঘদিন ধরে চলতে থাকা ষড়যন্ত্রকে।
তাঁর মতে, ‘আমি বিশ্বাস করি, শ্রীলংকার ক্রিকেটের বর্তমান দুর্দশা দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ে চলতে থাকা বহুমুখী ষড়যন্ত্রের ফল। শ্রীলংকান ওপর (আইসিসির) আরোপিত নিষেধাজ্ঞাও একই প্রক্রিয়ার ফল। এসব ষড়যন্ত্রের পেছনে ব্যক্তিস্বার্থ জড়িত। এরা সমাজে বেশ দক্ষতার সঙ্গে এমন ভান করছে যেন তারাই ক্রিকেট বাঁচাতে চাইছে।আসলে এরা তথ্য পাচার করে সমাজকে বিভ্রান্ত করছে।’
বিক্রমাসিংহে বিবৃতিতে আরো দাবি করেছেন, ষড়যন্ত্রকারীরা তাঁদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছিলেন। তাঁরা নির্বাচক কমিটিকে দুর্বল করতে চেয়েছিলেন জানিয়ে তিনি লিখেছেন, ‘ষড়যন্ত্রকারীরা এসএলসির নির্বাচক কমিটিকে দুর্বল করতে নানা রকম পদক্ষেপ নিয়েছিল। তাদের এই কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল নির্বাচক কমিটির পেশাদারত্বের প্রতি মানুষের আস্থা নষ্ট করা।’
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :