দক্ষিণ আফ্রিকা কোচ বব ওয়াল্টার জানিয়েছে ইনজুরি আক্রান্ত টেম্বা বাভুমাকে সুস্থ করে তোলার জন্য অধিনায়ক হিসেবে বিশেষ কোন চিকিৎসা দেয়া হয়নি।
৩৩ বছর বয়সী এই ব্যাটার আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের জন্য নিজেকে ফিট করে তুলেছেন। গত শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে তিনি ডান হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন।
গতকাল অনুশীলন শেষে ওয়াল্টার বলেছেন, ‘দিন শেষে দলের চয়ে কেউই বড় নয়। টেম্বা ও অন্যান্য খেলোয়াড় সবাই এক। অধিনায়ক হিসেবে বাভুমাকে বিশেষ কোন সুবিধা কখনোই দেয়া হয়না। ইনজুরিতে থাকাকালীন সবার জন্য যা প্রযোজ্য তার জন্যও মেডিকেল টিম সেটাই করেছে।’
গতকাল সন্ধ্যায় কোলকাতার ইডেন গার্ডেন্সে ফ্লাড লাইটের আলোয় বাভুমা অনুশীলন করেছেন। নেটে ব্যাটিংয়ের সময় তার মধ্যে কোন ধরনের অস্বস্তি দেখা যায়নি।
কিন্তু ওয়াল্টার জানিয়েছেন এখনো বাভুমাকে কালকের ম্যাচের আগে শতভাগ ফিট রিপোর্ট দেয়া হয়নি। এ সম্পর্কে তিনি বলেন, ‘হাই স্পিড জোনে তাকে পরীক্ষা করার কথা রয়েছে। গত ৭২ ঘন্টা সে পুনর্বাসনে ছিল। যে কারনে আরো কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে। কালকের জন্য সে প্রস্তুত কিনা তা দেখতে হলে প্রতিদিনই পরীক্ষা করতে হয়। প্রতিদিনই নতুন কিছু সমস্যা দেখা দিতে পারে। যদিও উন্নতির মাত্রা ইতিবাচক যা সত্যিই আমাদের জন্য সুখবর।’
ওয়াল্টার আরো হানিয়েছেন বাভুমার বর্তমান ফর্ম নিয়ে তিনি মোটেই চিন্তিত নন। এ পর্যন্ত বিশ^কাপের সাত ম্যাচে ১৪৫ রান করেছেন প্রোটিয়া অধিনায়ক। এ সম্পর্কে ওয়াল্টার বলেন, ‘বিশ^কাপে যেভাবে চেয়েছিল সেভাবে টেম্বা রান করতে পারেনি। কিন্তু আমি যখন তাকে অনুশীলনে দেখেছি তখনই তার মধ্যে আলাদা একটি চাহিদা অনুভব করেছি। টেম্বাকে বাদ দেবার ব্যপারে আমাদের মধ্যে কোন কথা হয়নি। সে এ বছরের আমাদের অন্যতম সেরা ব্যাটার। কিন্তু তাই বলে অন্য সদস্যদের মত সেও বাদ পড়তে পারে। কেউই দলের চেয়ে বড় নয়। আশা করছি কাল টেম্বা খেলতে পারবে। এই ধরনের ম্যাচের অপেক্ষায় সবাই থাকে। দেশের জন্য সেরা সুযোগটি আমি তাকে দিতে চাই।’
শেষ পর্যন্ত বাভুমা বাদ পড়লে ডান হাতি ব্যাটার রেজা হেনড্রিকসকে দলে ডাকা হতে পারে। কোলকাতার পিচ স্পিন সহায়ক হবে বলেই ধারনা করছে দক্ষিণ আফ্রিকা। এ কারনে লুঙ্গি এনগিদি কিংবা জেরাল্ড কোয়েতজির স্থানে বাঁহাতি স্পিনার তাবরাইজ শামসিকে দলে ডাকা হতে পারে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :